adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রমজানের প্রথম দশ দিনে ইসরায়েলি হামলায় ৮৭৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজায় ধারাবাহিক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা যখন পরিবারের স্বজনদের সঙ্গে রোজা পালন করছেন, তখন ইসরায়েলি বাহিনীর বোমা-গোলার আঘাতে প্রাণ হারাচ্ছেন উপত্যকাটিতে বসবাসরত শত শত ফিলিস্তিনি।

সংযুক্ত আরব আমিরাত মালিকানাধীন গণমাধ্যম দ্য ন্যাশনাল বলছে, বৃহস্পতিবার (২১ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের প্রথম ১০ দিন, অর্থাৎ ১১ মার্চ ভোর থেকে ২১ মার্চ সন্ধ্যা পর্যন্ত উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন মোট ৮৭৬ জন ফিলিস্তিনি। একই সময় আহত হয়েছেন আরও ১ হাজার ৪২৮ জন।

বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। তাই নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। যদিও হতাহতদের মধ্যে কতজন বেসামরিক এবং কতজন হামাস যোদ্ধা- তা এখনো স্পষ্ট নয়।

রমজানের প্রথম দশ দিনে সবচেয়ে বেশি নিহত ও আহতের ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার (১৪ মার্চ)। এদিন ইসরায়েলি বাহিনীর হামলায় ১৪৯ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন ৩০০ জন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, রমজানের দ্বিতীয় সপ্তাহে গাজার আল শিয়া হাসপাতালে অভিযান চালিয়ে ৯০ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তবে রমজানের প্রথম ১০ দিনে হতাহত ফিলিস্তিনিদের যে পরিসংখ্যান উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় পেশ করেছে, তাতে আল-শিফা অভিযানে নিহতদের অন্তর্ভুক্ত করা হয়নি। বিবৃতিতে আইডিএফ বলছে, রমজানের গত ১০ দিনে গাজায় অভিযান চালানোর সময় নিহত হয়েছেন ৩ ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ২২ জন।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত উপত্যকাটিতে ৩১ হাজার ৯৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনবরত এ হামলায় আহত হয়েছেন আরও ৭৪ হাজার ১৮৮ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া