adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলে হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল চেন্নাই

স্পাের্টস ডেস্ক : দ্বিতীয়বার হারের হ্যাটট্রিকের শঙ্কা জেগেছিল। তবে সেই শঙ্কা দূরে ঠেলে জয়ে ফিরল আইপিএলের দ্বিতীয় সফল দল চেন্নাই সুপার কিংস।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারায় মহেন্দ্র সিং ধোনির দল।

টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রানের পুঁজি গড়ে চেন্নাই। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৪৭ রান তুলতে পারে হায়দরাবাদ।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না হায়দরাবাদের। ব্যক্তিগত মাত্র ৯ রানে ফিরে যান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মনিষ পাণ্ডে মাত্র ৪ রান করেন। ২৭ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলে আর চেন্নাইয়ের দেওয়া লক্ষ্যে ছুটতে পারেনি দলটি।

কেন উইলিয়ামসন অবশ্য স্রোতের বিপরীতে লড়াই চালিয়েছেন। তবে সেটি দলের জয়ে যথেষ্ট হয়নি। ৩৯ বলে ৭ চারে ৫৭ রান করেন নিউজিল্যান্ড অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে।

চেন্নাইয়ের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন কর্ণ শর্মা ও ডোয়াইন ব্রাভো।

এর আগে ব্যাটিংয়ে চেন্নাইয়ের শুরুটা ভালো না হলেও অম্বতি রায়ডু ৪১ এবং শেন ওয়াটসন ৪২ রানের ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন দুজন। এ ছাড়া এদিন ইনিংস শুরু করে ৩১ রান করেন স্যাম কারেন। ধোনি ২১ ও জাদেজা ২৫ রান করেন।

জাদেজা বল হাতেও নজর কাড়েন। ৩ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। ম্যাচসেরাও তিনি।

৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে চেন্নাই। সমান খেলায় সমান পয়েন্ট নিয়ে হায়দরাবাদ আছে পঞ্চম স্থানে। নেট রানরেটে এগিয়ে তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া