adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বালু উত্তোলন বন্ধের অভিযানের সময় বগুড়ায় ইউএনওর গাড়িতে হামলা, আটক ৬

ডেস্ক রিপাের্ট : বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের অভিযানের সময় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা চালানো হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার শেরপুরের বরইতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।

ইউএনও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বালুমহাল উচ্ছেদে ঘটনাস্থলে অভিযানে গেলে কয়েকজন বালু ব‌্যবসায়ী হামলা চালায়। এতে তার সহযোগী উপজেলা ভূমি অফিসের কর্মচারী উজ্জ্বল পাল ও বাচ্চু মিয়া আহত হন। এছাড়া তার গাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনা জানামাত্র অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া