adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অতীত ভুলে ভালো করার প্রত্যয় রিয়াদের

নিজস্ব প্রতিবেদক : একদিনের ক্রিকেটে ধারাবাহিক ছন্দে থাকলেও টেস্ট ক্রিকেটে এখনো খুব একটা জ্বলে উঠতে পারছে না বাংলাদেশ। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজটিও ছিল চরম হতাশার। এবার ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সব বেদনা ভুলে ভালো করার প্রত্যয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

জুলাইতে এন্টিগায় সাদা পোশাকে নিজেদের ব্যর্থতার প্রমাণ দিয়েছে তামিম-রিয়াদরা। সেই টেস্টে নিজেদের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ম রান(৪৩)করার লজ্জাও পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের দুই ম্যাচেই ক্যারিবিয়ানদের সামনে দাঁড়াতেই পারেনি টিম বাংলাদেশ।

আগামীকাল ঘরের মাঠে টেস্ট খেলতে আবারও মাঠে নামবে বাংলাদেশ। এবারের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আর এই সিরিজে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ লাল-সবুজরা।

শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন,‘টেস্টে শেষ সিরিজটা ওয়েস্ট ইন্ডিজে বেশ একটা ভালো করতে পারিনি আমরা। তাই এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। আমাদের হোম কন্ডিশনটা ব্যবহার করে যেন সিরিজটা জিততে পারি এটাই আমাদের প্রথম টার্গেট। আর আমাদের ছোট ছোট ভুল গুলো শুধরে নিয়ে ভালো করতে পারলে অবশ্যই টেস্ট ক্রিকেটেও ভালো কিছু হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে অধিনায়ক ধাপে ধাপেই আগাতে চান। যার জন্য আপাতত তার ভাবনায় প্রথম টেস্ট। এই প্রসঙ্গে রিয়াদ বলেন,‘আপাতত প্রথম টেস্টটা নিয়েই আমরা চিন্তা করছি। পরের টেস্ট টা যখন সিলেকশন আসবে তখন চিন্তু করবো ইনশাআল্লাহ।’

বিশ্বকাপের বাকি আর কয়েক মাস। এই মুহূর্তে ওয়ানডে প্রস্তুতি রেখে টেস্টে মনোযোগ দেওয়াটা কতটা চ্যালেঞ্জের এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন,‘অবশ্যই বিশ্বকাপের কথা আমরা সবাই কম বেশি জানি। বিশ্বকাপ আমাদের খুব সন্নিকটে। তারপরও যেহেতু আমাদের টেস্ট ক্রিকেট খেলতে হবে, তাই আমরা এখন প্রথম টেস্ট নিয়ে চিন্তা করছি। বিশ্বকাপটা ডিফারেন্ট ফরম্যাট। যখন আসবে তখনই আমরা বিশ্বকাপ নিয়ে চিন্তা করবো।’

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন মোহাম্মদ মিথুন এবং নাজমুল অপু। তবে সেরা একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন থাকলেও অধিনায়ক মতে, টেস্ট ডাক পাওয়া তাদের প্রাপ্য। এই বিষয়ে রিয়াদ বলেন,‘ আসলে ওরা যেভাবে পারফর্ম করছে সেক্ষেত্রে তারা অবশ্যই টেস্ট কল পাওয়াটা ডিজার্ভ করে। আর অপু-মিথুন দুজনই সাম্প্রতিক সময়ে খুব ফর্মে আছে। তবে আমরা আশা করি যে, ওরা ওয়ানডে ফর্মের আত্মবিশ্বাসটা যেন টেস্ট ক্রিকেটেও আনতে পারে। তাছাড়া সুযোগ পেলে টেস্টে ওরা যেন আরো ভালো পারফর্ম করতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া