adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজ রোববার ঢাকায় আসছেন

নিজস্ব প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি গর্ডন গ্রিনিজের নাম বাংলাদেশের সবারই জানা। এ দেশের ক্রিকেটীয় ইতিহাসে অমর হয়ে থাকবে এই ক্যারিবিয়ান ক্রিকেটারের নাম। যার হাত ধরে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার পর ১৯৯৯ সালে বাংলাদেশ অর্জন করেছিলো বিশ্বকাপে খেলার যোগ্যতা, সেই গর্ডন গ্রিনিজ রোববার সন্ধ্যায় পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন। তার এই সফর বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য নয়।

তিনি মূলত আসছেন একটি আন্তর্জাতিক গলফ প্রতিযোগিতার অতিথি হয়ে, যার অন্যতম আয়োজক গ্রিনিজেরই সাবেক শিষ্য বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। গতকাল দুর্জয় নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন।

সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের সাবেক শিষ্য ও সহকর্মীদের সঙ্গে দেখা হবে গর্ডন গ্রিনিজের। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমেই ক্রিকেটে বাংলাদেশের উত্থান। সেই আসরের কিছু সময় আগে আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুলদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। আইসিসি ট্রফি উপহার দেয়ায় বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্বও পান গ্রিনিজ।

তবে তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হওয়াটা ছিল রীতিমত হতাশার। ১৯৯৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের কোচ হয়েই গিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড থেকে আর বাংলাদেশে ফেরা হয়নি গ্রিনিজের। পাকিস্তানকে হারানো ম্যাচের আগের দিন রাতে গ্রিনিজকে বরখাস্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অথচ পরদিনই তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে বাংলাদেশের পাসপোর্টেই ঢাকায় এসেছিলেন গ্রিনিজ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া