adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদের পেনাল্টি-খরা

MADRIDস্পাের্টস ডেস্ক : রেফারিং নিয়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদকে বেশ কয়েকবার সমালোচনা করতে দেখা গেছে। ক্লাবটির সভাপতি বরাবরই রেফারিংয়ের আধুনিকায়নের দাবি তুলে আসছেন। লা লিগার চলতি আসরে ১১ রাউন্ড পেরিয়ে গেলেও এখনো কোনো পেনাল্টি পায়নি রিয়াল। এ নিয়ে ক্লাবটি চাইলে আক্ষেপ করতেই পারে।

অ্যাথলেটিক বিলবাও, সেল্টা ডি ভিগো ও এইবার- এই তিনটি দলও রিয়াল মাদ্রিদের মতো এখনো কোনো পেনাল্টি পায়নি। কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য হিসাবটা সম্পূর্ণ ভিন্ন। ১৯৮১ সালের পর (রিয়াল মাদ্রিদের বর্তমান স্কোয়াডের কোনো খেলোয়াড় যখনও জন্ম নেননি) প্রথমবারের মতো লিগের ১১ রাউন্ড শেষে কোনো পেনাল্টি পায়নি লস ব্লাঙ্কোসরা।

রোববার লাস পালমাসের বিপক্ষে ৩-০ ব্যবধানের বড় জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ একাধিকবার পেনাল্টির জোরালো আবেদন করলেও রেফারি সানচেজ মার্টিনেজ সেই আবেদনে সাড়া দেননি।
 
রোনালদো-যুগে রিয়াল মাদ্রিদকে কখনো এমন পেনাল্টি-খরায় ভুগতে হয়নি। স্প্যানিশ লা লিগায় সাত ম্যাচ খেলে মাত্র একটি গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার। তার এমন গোলখরার জন্য পেনাল্টি-খরাকেও চাইলে দায়ী করতে পারেন রোনালদো।

দুই মৌসুম আগে (২০১৪-১৫ মৌসুমে) এই পর্যায়ে পাঁচটি পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ। এছাড়া ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমেও ১১ রাউন্ড শেষে রিয়ালের নামের পাশে ছিল পাঁচটি পেনাল্টি।

লা লিগার চলতি আসরে ভ্যালেন্সিয়া, লেভান্তে এবং দেপোর্তিভো লা করুনা সর্বোচ্চ তিনটি করে পেনাল্টি পেয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া