adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নববর্ষ নিয়ে অপু বিশ্বাস যা বললেন

OPUবিনােদন ডেস্ক : পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এ দিন বাঙালি জাতিসত্তার মানুষ অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর। ফলে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশের। সেই উৎসবে একাত্ম হন রূপালি ভুবনের তারকারাও। জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন-

‘চলচ্চিত্রে আসার আগে পহেলা বৈশাখের যে আনন্দ, এখন হাজার চেষ্টা করেও সে আনন্দ খুঁজে পাই না। ছোটবেলা দিনটির জন্য  অপেক্ষা করতাম। বৈশাখ নিয়ে আমার এমন কিছু স্মৃতি রয়েছে যা কখনও ভুলতে পারব না। তখন তো বান্ধবীরা নতুন জামা কিনেছে শুনেই বাবার কাছে আবদার করতাম, আমাকেও জামা কিনে দিতে হবে। একবার এ জন্য খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কারণ বাবার তখন উল্টো প্রশ্ন, পহেলা বৈশাখে নতুন জামা দিতে হবে কেন? যদিও পরে বাবা জামা কিনে দিয়েছিলেন।

তখন ভাবতাম পহেলা বৈশাখে নতুন জামা না পরলে সারা বছরই নতুন জামা পরতে পারবো না। নতুন জামা পরে মেলায়ও যেতে হবে। তা না হলে সারা বছর হাঁটতেও পারবো না, খেলতেও পারবো না। এই মেন্টালিটি খুব মিস করছি। ইচ্ছে করলেও আর সেই দিনগুলোতে ফিরে যেতে পারবো না। মানুষের জীবনে যা চলে যায় সেটা খুব ভালো যায়।’

তিনি আরো বলেন, ‘এখনও চুরি করে মেলায় যাই। আমি মানুষের চোখ ফাঁকি দিতে খুব আনন্দ পাই। এবারের বাণিজ্য মেলায় গিয়েছিলাম। সেখান থেকে ইরানি কিছু মগ কিনেছি। মেলা আমি মিস করি না। আমার গাড়িতে তিন রকমের বোরকা থাকে। যে বোরকাটা একটু মলিন অর্থাৎ গরিবানা হালের আমি সেটি পরে বের হই। তখন আমাকে চিনতে পারা কঠিন।

গত বছর পহেলা বৈশাখের মেলায় গিয়েছি। গুলশানের নিকেতনে একদিন একটি মেলা হয়, সেখানে আমি গিয়েছিলাম। বৈশাখী গিফ্ট খুব বেশি পাইনি। আমাকে এখন গিফ্ট দিতে হয়। ভাই-বোনেরা আছে তাদের গিফ্ট দিতে হয়। নিজের লোকজনদের কাছ থেকে কম গিফ্ট পাচ্ছি। শাকিব আমাকে অনেক গিফ্ট দিয়েছেন কিন্তু আমি শাকিবকে খুব বেশি গিফ্ট দেইনি। একবার আমার জন্মদিনে দামি একটা গিফ্ট দিয়েছেন শাকিব। আমি শাকিবকে বলেই দিয়েছি, আমি তোমাকে কিছু দিতে পারবো না। কারণ ছোটদের দিতে দিতে হাপিয়ে যাই। তোমার তো ছোট কেউ নেই। আর তোমার কাছে কেউ চায়ও না। ’

তিনি বলেন, ‘পহেলা বৈশাখ এলেই আমারা পান্তা-ইলিশ খাই। আসলে এদিন খাওয়া-দাওয়া একটু বেশিই হয়। এখন শুধু খাওয়াই হয়, ছোটবেলার মতো জামা কেনার বিষয় মাথায় থাকে না। তবে এবার ইচ্ছে আছে একটু ডিজাইন করা জামা পরে কোথাও ঘুরতে বের হবো। দেখি আমাকে কতজন চিনতে পারে। আমি কিন্তু প্রতিটি অকেশনে বাইরে ঘোরাঘুরি করি।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া