adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিক মাসুদ মিয়াকে হামলা- হাসপাতালে ভর্তী

1ডেস্ক রিপাের্ট : রাজধানীর পান্থপথে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আমাদের অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ মিয়াকে মারধর করেছে স্থানীয় সন্ত্রাসীরা। ঘটনাস্থল থেকে মাসুদকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। শেরে বাংলা থানার ওসি জিজি বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

2জানা যায়, ২০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় অফিস শেষে বাসায় ফেরার পথে পূর্ব রাজাবাজার এলাকায় এক মেয়েকে আলামিন নামের এক যুবক তার সহযোগিদের নিয়ে স্থানীয় প্রকাশ্যে এক তরুণীর শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ সময় মাসুদ মিয়া প্রতিবাদ করতে গেলে তার ওপর চড়াও হয় ওই সন্ত্রাসীরা। এক পর্যায়ে মাসুদের মোবাইল কেড়ে নিয়ে বেদম মারধর করে ফেলে যায় তারা। খবর পেয়ে মাসুদের সহকর্মীরা তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় কেউ গ্রেফতার না হলেও ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে এ ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এছাড়া ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীও একই দাবি জানিয়ে বলেছেন ঘটনায় জড়িতরা গ্রেফতার না হলে কঠিন কর্মসূচী ঘোষণার হুঁশিয়ারি দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া