adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিক ও মিরাজের ব্যাটে টেস্টের ভবিষ্যত

1ক্রীড়া প্রতিবেদক : একটি বাজে শট খেলে বিরাশি রান করে যখন সাকিব আল হাসান ক্রিজ ছাড়লেন, তখনই শঙ্কা জেগেছিলো বাংলাদেশের ইনিংসটা দ্রুত গুটিয়ে যাওয়ার। কিন্তু সব শঙ্কা যেনো দূর করে দিলেন তরুণ ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ আর দলপতি মুশফিকুর রহিম। এই দুইয়ের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে যেনো আলো দেখছে বাংলাদেশ। তবে শনিবার শেষ বিকালটা ছিল টাইগারদের জন্য অনন্য। শেষ সেশনটায়  ৩০ ওভার বল করে রান তুলেছে ৭৬। সেই সঙ্গে বাংলাদেশ ৬ উইকেটে ৩২২ রান নিয়ে তৃতীয় দিন পার করলো।
মুশফিকুর রহিম আর মিরাজ আলো দেখালেও বাংলাদেশকে কিন্তু যেতে হবে বহূদূর। সামনের পথটা মোটেও মসৃণ নয়। দুর্গম মনে করেই খেলতে হবে এই জুটির। জুটি ভেঙে গেলেই সব শেষ।  সুতরাং কঠিন পথ অতিক্রম করতে হবে বাংলাদেশকে। এখনো ফলোঅন এড়াতে পারেনি মুশফিকরা। আজ চতুর্থ দিনে তাদের বিশেষ করে প্রথম সেশনটা তো ফলোঅন এড়াতেই লড়তে হবে। যদিও এখনো ৩৬৫ রানে পিছিয়ে দল। চতুর্থ দিনে মুশফিক-মিরাজ লড়াইটা কীভাবে করেন, সেটার ওপরই নির্ভর করছে হায়দরাবাদে বাংলাদেশের ভবিষ্যৎ।
শনিবার বাংলাদেশ ইনিংসে প্রথম সারির ছয় ব্যাটসম্যানের বিদায়ের পরও আশার আলো জ্বালিয়ে রাখলেন মুশফিক-মিরাজ। ৮১ রানে মুশফিক ও ৫১ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবেন মিরাজ। মূলত এই দুই মাণিকজোড়ের ব্যাটে ভর করে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে টাইগাররা। ধৈর্য্যশীল ব্যাটিংয়ে আরও একবার নিজের জাত চেনালের টাইগার দলনেতা। দুঃসময়ে কা-ারির ন্যায় আগলে রাখলেন দলকে। ৮১ রান নিয়ে নিজের উইকেট জিইয়ে রেখে তৃতীয় দিন শেষ করলেন মুশফিক। মাঠে একের পর এক বুলেট গতির বল মুশফিকের শরীর বরাবর ছুঁড়তে লাগল ভারতীয় পেসাররা। বলা যায়, তৃতীয় দিনের শেষ বিকালে সবচেয়ে নিষ্ঠুরতম ক্রিকেট খেলতে নামে ভারত।
তবুও মাথা নত করেননি তিনি। দলকে ভরসা দিয়ে যান। হঠাৎ মুশফিকের হাতে বলের আঘাত। শিউরে উঠলো লাল-সবুজের বাংলাদেশ। শেষ পর্যন্ত খারাপ কোনো খবর শুনতে হয়নি ভক্তদের। উঠে দাঁড়ালেন মুশফিকও। টেস্টে তিন হাজারী ক্লাবে নাম লেখান মুশফিক। তার আগে তুলে নেন ১৬তম অর্ধশত। তাঁকে সঙ্গ দিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো টেস্টে অর্ধশতক রানের দেখা পেলেন মিরাজ। সকালে ব্যাটিংয়ে নেমে একের পর এক ক্রিজ ছাড়েন তামিম ইকবাল ২৪, মুমিনুল হক ১২, মাহমুদ উল্লাহ রিয়াদ ২৮, সাকিব ৮২ ও সাব্বির ১৬ রান করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া