adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইফোন ৮ ওয়াটারপ্রুফ

I PHONEডেস্ক রিপাের্ট : যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলের আইফোন পৃথিবীর জনপ্রিয় ফোনের তালিকায় শীর্ষে রয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস। চলতি বছরেই অ্যাপেল তাদের আইফোন ১০ বছর পূর্ণ করবে। আর তখনই উন্মুক্ত করবে আইফোন ৮। তবে আইফোন ৮ কেমন হবে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। আর নতুন প্রজন্মের এ আইফোন হবে পানি ও ধূলারোধী। আর এজন্য আইপি৬৮ রেটিং সনদপত্র সংগ্রহ করেছে অ্যাপল।

জানা যায়, আইফোন ৮ ফোনটি এক মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত সচল থাকবে।

আইফোন ৮ তিনটি ভিন্ন ভিন্ন ডিসপ্লেতে পাওয়া যাবে। এগুলো হবে  ৪.৭ ইঞ্চি, ৫ ইঞ্চি, ৫.৫ ইঞ্চির। তবে আইফোন ৮ এ কিন্তু মেটাল বডি আর থাকবে না। এই ফোনের বিশেষ আকর্ষণ হবে এর গ্লাস বডি।

আর এই তিনটি মাপের মধ্যে ৫.৫ ইঞ্চির প্রিমিয়াম মডেলটিতে থাকবে আইফোনের পুরনো মডেলের মতোই কার্ভড ফিনিশিং।

তাইওয়ানে একটি সোর্স থেকে জানা যায়, আইফোন ৮ হবে স্টেইনলেস স্টিল কেসিংয়ের এবং সম্পূর্ণ বডি হবে গ্লাসের। অ্যাপলে প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকনের কাছে স্টেইনলেস স্টিল আইফোন কেসিং এর অর্ডার করেছে অ্যাপল।

অ্যাপল চায় এর ডিসপ্লে হবে বেজললেস। নতুন এই ফোনে থাকবে একটি কার্ভড ওএলইডি ডিসপ্লে প্যানেল।

এই ফোনটিতে থাকছে নতুন সেন্সর টেকনোলজি । ফলে ব্যবহারকারী মডেলের যেকোনো দিকে হাত দিলেই তা রেসপন্স করবে। এলসিডি ডিসপ্লে থেকে অধিক কার্যকরী ওএলইডি ডিসপ্লে। এটি বেশি শার্পার, উজ্জল এবং অধিক বিদ্যুৎ সাশ্রয়ী হবে আইফোন ৮। 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া