adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিবৃতি – লাশবাহী গাড়িতে এখন মানুষের নিরাপত্তা

khaleda-zia_ডেস্ক রিপোর্ট : সাবেক মার্কিন রাষ্ট্রদূতের প্রটোকল কর্মকতা জুলহাজ মান্নানসহ একাধিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘মানুষের নিরাপত্তা এখন লাশবাহী গাড়িতে। সহিংস রক্তপাত ঘটানো ছাড়া ভোটারবিহীন বর্তমান সরকারের টিকে থাকার অন্যকোনো পথ খোলা নেই।’

দেশের বর্তমান অবস্থাকে ‘সঙ্কটাপন্ন’ আখ্যা দিয়ে তিনি আরো বলেন, ‘আমরা যেন একটি পিশাচ দ্বীপে বসবাস করছি। সুস্থ পরিবেশে গণতন্ত্র চর্চা এখন কেবলমাত্র কবরেই সম্ভব।’

২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন খালেদা। বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘মানুষের নিরাপত্তা, ভোটাধিকার, নির্বাচন ও গণতন্ত্র এখন লাশবাহী গাড়িতে। দেশ পরিচালনায় জনগণের সমর্থন না থাকায় খুন-জখম টিকিয়ে রাখাকেই সরকার পরিত্রাণের পথ মনে করছে।’

তিনি বলেন, ‘দেশে যে কোনো হত্যাকাণ্ডকে নিজেদের স্বার্থে অতি অবিশ্বাস্য কল্পকাহিনী রচনা করা আওয়ামী লীগের স্বভাবধর্ম। দেশব্যাপী বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও বিদেশী হত্যার ঘটনাগুলোতে তারা একের পর অপপ্রচার চালিয়েছে। বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে। ভোটারবিহীন সরকারের এসব অপকৌশল মূলত প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেয়া ও আসল অপরাধীদের আড়াল করা।’

খালেদা জিয়া বলেন, ‘সরকার প্রধান যতই উচ্চস্বরে বক্তব্য দিয়ে বিভ্রান্তি তৈরি করুন না কেন, তাভেল্লা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলহাজ মান্নান, মাহবুব তনয় ও রুস্তম আলী পর্যন্ত প্রতিটি হত্যাকাণ্ডের দায় এই সরকারকেই নিতে হবে। তিনি যতই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা করুন না কেন, জাতীয় অর্থনীতির হরিলুট ও রাজকোষ চুরির ঘটনা এড়াতে যতই অপকৌশল করুন না কেন জনগণের দৃষ্টিকে ঝাপসা করতে পারবেন না। ভোটারবিহীন সরকারকে এ জন্য জনগণের নিকট জবাবদিহি করতেই হবে।’

তিনি বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বিপজ্জনক। দেশের মানুষ এক ভয়াল নৈঃশব্দের মধ্যে আতঙ্কে দিনযাপন করছে। ব্যাংকার, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র, নারী, শিশুসহ অনেককেই রাষ্ট্রযন্ত্রের যথেচ্ছ ব্যবহারের কারণে জীবন দিতে হয়েছে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণেই ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডাররা উৎসাহিত হয়ে ভোটকেন্দ্র দখল করে, ব্যালট পেপারে বেপরোয়া সিল মারে এবং অস্ত্রের মুখে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়, খুন-জখমসহ নানাবিধ অনাচারে লিপ্ত থেকে দেশকে অতল গহ্বরের দিকে ঠেলে দেয়। এসব কারণে দেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ এখন আর স্বাভাবিক মৃত্যুর আশা করে না।’

বেগম খালেদা জিয়া দুর্বৃত্তদের হাতে নিহত জুলহাজ মান্নান ও তার বন্ধু সাংবাদিক মাহবুব রাব্বী তনয় এবং কারারক্ষী রুস্তম আলীকে হত্যাকারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘বাংলাদেশ এখন দুর্বৃত্তদের অভয়ারণ্য। দেশকে সন্ত্রাসবাদের কবল থেকে রক্ষা করতে জনগণের ঐক্যের বিকল্প নেই।’

প্রসঙ্গত, সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ বাংলাদেশে সমকামী ও হিজরাদের অধিকার আদায়ে একমাত্র ম্যাগাজিন ‘রূপবান’ এর সম্পাদকীয় বোর্ডের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার ঘনিষ্ট সহচর (প্রটোকল অফিসার) ছিলেন। আর তনয় ছিলেন নাট্যকর্মী।

এদিকে সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকের দুশো গজ উত্তরে এক ফার্মেসির দোকানের সামনে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে কারাগারের সাবেক সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. রুস্তম আলী হায়দার নিহত হন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া