adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিকেলে ইংল্যান্ড – আফগানিস্তান মুখোমুখি

<> during the ICC World Twenty20 2012 Group A match between England and Afghanistan at R. Premadasa Stadium on September 21, 2012 in Colombo, Sri Lanka.ক্রীড়া প্রতিবেদক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলায় আজ ২৩ মার্চ দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

গ্রুপ পর্বে উভয় দলই এর আগে দুইটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে ইংল্যান্ড একটিতে জিতলেও আফগানিস্তান একটিতেও জয় পায়নি।

আফগানিস্তান দলের অধিনায়ক আসঘার স্টানিকজাই বলেছেন, গত দুই ম্যাচের দিকে তাকালে ইংল্যান্ডের উপর নিশ্চিতভাবে চাপ থাকবে। সামনের দুই ম্যাচে কমপক্ষে আমরা একটিতে জয় পেতে চায়। বাকি দুই ম্যাচে এটিই আমাদের লক্ষ্য।

টি-টোয়েন্টিতে এর আগে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে আফগানিস্তান। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে ১১৬ রানে জিতেছিল ইংলিশরা। ওয়ানডেতেও আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ২০১৫ সালের বিশ্বকাপের ওই ম্যাচে ইংলিশরা জিতেছিল ৯ উইকেটে।

ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জ্যাসন রায়, আলেক্স হেলস/জেমস ভিন্স, জো রুট, জস বাটলার (উইকেটরক্ষক), ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, মঈন আলী, আদিল রশীদ, লিয়াম ডসন, ক্রিস জর্ডান, ডেভিড উইলে।

আফগানিস্তান একাদশ (সম্ভাব্য): মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নূর আলী জাদরান, আসঘার স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, সামিউল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, রশীদ খান, দৌলৎ জাদরান, আমির হামজা, শাপুর জাদরান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া