adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিতে পণ্ড নেদারল্যান্ডস-ওমানের ম্যাচ, বাংলাদেশকে টপকে গেল ওমান

12_105240_0_105252স্পাের্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ‘এ’ গ্রুপে নেদারল্যান্ডস-ওমানের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কোনো রিজার্ভ ডে না থাকায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। সেই সুবাদে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল ওমান। রাতে বাংলাদেশের সামনে আবার সুযোগ থাকছে শীর্ষে ওঠার।

ওমান প্রথম ম্যাচে আইরিশদের হারিয়ে ২ পয়েন্ট অর্জন করে। আজকে এক পয়েন্ট পেয়ে তিন পয়েন্ট হল তাদের। বাংলাদেশ রাতে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। রাতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। ওই ম্যাচটিও ভেস্তে গেলে ওমানের সমান পয়েন্ট হবে মাশরাফিদের। তবে রানরেটে এগিয়ে থেকে শীর্ষে থাকবে টাইগাররা।

বাছাই পর্বে দুই গ্রুপে মোট আটটি দল খেলছে। প্রত্যেক গ্রুপ থেকে দুই চ্যাম্পিয়ন মূল পর্বে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ-ওমানের শেষ ম্যাচ ১৩ মার্চ। ওই ম্যাচে যারা জিতবে তারা মূল পর্বে নিশ্চিত।

নেদারল্যান্ডসের পয়েন্ট এখন ১। রাতে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচ না হলে তখন আয়ারল্যান্ডেরও পয়েন্ট হবে এক। তখন ১২ তারিখ নেদারল্যান্ডস-আয়ারল্যান্ডের যারা জিতবে তাদেরও পয়েন্ট হবে তিন। সেক্ষেত্রে বাংলাদেশ-ওমানের শেষ ম্যাচটি হবে পাখির চোখ। পয়েন্ট ভাগাভাগি হলে রানরেটের হিসাব হবে। অথবা যারা জিতবে তারাই মূল পর্বে চলে যাবে। আশার কথা হল বাংলাদেশের রানরেট ওমানের চেয়ে ভালো। বাংলাদেশের রান রেট, +.৪০০। ওমানের +.২৮৩।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া