adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতের হরতাল প্রতিহত করবে গণজাগরণ মঞ্চ

Imran1452056547নিজস্ব প্রতিবেদক : জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগে পুনর্বহাল থাকায় জামায়াতে ইসলামী যে হরতালের আহ্বান করেছে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। একই সঙ্গে শাহবাগের প্রজন্ম চত্বরে গণঅবস্থান পালন করারও ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। এ জন্য সবাইকে শাহবাগে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
 
প্রজন্ম চত্বর থেকে বলা হয়, ‘নিজামীর ফাঁসি কার্যকরে বাধা দিতেই তারা হরতাল ডেকেছে। আমরাও গণঅবস্থান নিয়ে তা প্রতিহত করব।’
 
এদিকে রায় শোনার পর গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বিজয় মিছিল করা হয় এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
 
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ।
 
বুধবার সকাল ৯টা ৭ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
 
স্বাধীনতাযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা, গণহত্যার দায়ে ২, ৬ ও ১৬ নম্বর অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ৭ ও ৮ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রেখেছেন আপিল বিভাগ। এ ছাড়া ১, ৩ ও ৪ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।
 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া