adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় ২০ সামরিক কর্মকর্তা বিজয় দিবস অনুষ্ঠানে থাকছেন

bijoy-1418322340নিজস্ব প্রতিবেদক : ‘মহান বিজয় দিবস ২০১৪’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে ভারত থেকে ২০জন সামরিক কর্মকর্তা বাংলাদেশ সফরে আসছেন। 
এদের মধ্যে ১৬জন অবসরপ্রাপ্ত এবং চারজন বর্তমানে ভারতীয় বাহিনীতে কর্মরত। প্রতিনিধিদলটি ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সশস্ত্রবাহিনী প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা দেয়। মুক্তিযুদ্ধের প্রথম দিকে তারা ভারতের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ক্যাম্প খুলে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া তাদের জন্য অস্ত্র, গোলবারুদ, খাদ্য সরবরাহসহ পাক হানাদারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছে। 
যৌথবাহিনীর সাঁড়াশি আক্রমণে দীর্ঘ নয় মাসের যুদ্ধে পাক হানাদার বাহিনী পর্যুদস্ত হয়ে পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বাহিনীর বিপুল সংখ্যক সৈন্য তাদের জীবন উতসর্গ করেন এবং অনেকেই আহত হন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিবছর বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়।  
মুক্তিযুদ্ধকালে যৌথবাহিনীর হয়ে লড়াইকারী সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল (অব.) আনন্দ স্বরূপ পিভিএসএম, এমভিসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। 

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন, লে.জে. (অব.) এইচবি কালা, পিভিএসএম,এভিএসএম,এসসি, লে.জে. (অব.) বিনয় শংকর, পিভিএমসএম, মে.জে. (অব.) জিএস হুন্দাল, এভিএসএম, ব্রিগেডিয়ার (অব.) হরদেব সিং, ব্রিগেডিয়ার বলরাজ কাপুর, ব্রিগেডিয়ার (অব.) এইচএস লাম্বা এভিএসএম, ব্রিগেডিয়ার (অব.) সুরেন্দ্র মোহন সিং রাথুর, ব্রিগেডিয়ার (অব.) কুলবীর কুমার খাজুরিয়া, ব্রিগেডিয়ার (অব.) রতন লাল কাউল, কর্ণেল (অব.) বালাজী বিশ্বনাথ, কর্ণেল (অব.) ডিকে ঘোষ, লে.কর্ণেল (অব.) রবী ভূষন ভাটিয়া ও লে.কর্ণেল (অব.) নরেন্দ্র সিং, রিয়ার অ্যাডমিরাল (অব.) এস রামসাগর এভিএসএম, ভিআরসি, এনএম ও উইং কমান্ডার (অব.) কল্যাণ ব্রত বাগচী। 

এছাড়া যৌথবাহিনীর হয়ে লড়াইকারী ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার এবি হারোলিকারের (মৃত) স্ত্রী জয়া অরুন হারোলিকারও আসছেন প্রতিনিধিদলের সঙ্গে।
এছাড়া প্রতিনিধিদলে ভারতীয় সশস্ত্রবাহিনীতে বর্তমানে কর্মরত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, মেজর জেনারেল মহেশ কুমার যাদব, কমোডর অজয় সাক্সেনা, উইং কমান্ডার অরুণ মহাদেবন ও মেজর যোগেশ পাওয়ার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া