adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাপনকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বললেন মেঘ

shakib-al-hasan-bcb-300x196নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের তুখোড় খেলোয়াড় সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে যাচ্ছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। শাস্তির বিরুদ্ধে সাকিবের করা আপিলে এ সিদ্ধান্ত আসতে পারে। এরই মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন ইঙ্গিত দিয়েছেন।
নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান আট বছর বয়সী মাহির সরওয়ার মেঘের দাবির মুখে পাপন এ ঘোষণা দেন।
মেঘের মামা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির বার্তা প্রযোজক নওশের রোমান তার ফেসবুক ওয়ালে দেয়া এক আবেগময় স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন।
স্ট্যাটাস থেকে জানা যায়, ইন্ডিপেনডেন্ট টিভির তৃতীয় জন্মদিনে অতিথি হয়ে এসেছিলেন নাজমুল। তখন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান খালেদ মুহিউদ্দীন নাজমুলের সঙ্গে মেঘের পরিচয় করিয়ে দেন।
এ সময় পাপনকে মেঘ বলে, ‘আপনিতো বিসিবি’। পাপন তার পরিচয় নিশ্চিত করলে মেঘ তাকে বলে, ‘আচ্ছা, আপনি কেন এখনও সাকিবকে মাফ করে দিচ্ছেন না, রিকোয়েস্ট ওর শাস্তি কমায় দেন।’ মেঘের কথায় অপ্রস্তুত পাপন বলেন, ‘তুমি বলছ!! ঠিক আছে তুমি যখন বলছ আমি ওর শাস্তি তুলে নিবো।
এরপর মেঘ পাপনকে বলে, অনেক তো শাস্তি হইসে, ওতো ( সাকিব ) অনেক ভাল, ওর শাস্তি মাফ করে দেন ও যেন খেলতে পারে । ও আমার সঙ্গে দেখা করেছে, ও আমার মা-বাবার এক্সিবিশনে এসেছে। জবাবে পাপন বলেন, তুমি বলেছ, এখন তো আর শাস্তি রাখার প্রশ্নই আসে না, আমি ওর শাস্তি তুলে নিবো আর তুমি ওকে বলবা ও যেন তোমার সঙ্গে সবসময় দেখা করে।
এরপর মেঘ পাপনের কাছ থেকে বিদায় নেয়ার আগে তাকে বলে, ‘আপনি আমাক বলেছেন আপনি সাকিবকে মাফ করে দিবেন। আমি কিন্তু পরে সাকিবকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো মাফ করেছেন কিনা।
গত ৭ জুলাই বিসিবির বোর্ড সভায় এক ‘প্রশ্নবিদ্ধ’ সিদ্ধান্তে সাকিব আল হাসানকে ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্যে নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে আগামী বছরের শেষ দিন অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি বাইরের কোনো লিগেও খেলতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা দেয় বিসিবি।
 বাংলাদেশ ক্রিকেট দল আগামী ২০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরকে কেন্দ্র করে সাকিবের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে ক্রিকেট বোর্ড।
 
সাকিব ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ডাক পেয়ে বার্বাডোস যাচ্ছিলেন। গত ১১ জুলাই শুরু হয়ে ১৬ আগস্ট শেষ হতে যাওয়া সিপিএল খেলে সাকিব একবারে ওয়েস্ট ইন্ডিজেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের তুখোড় খেলোয়াড় সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে যাচ্ছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। শাস্তির বিরুদ্ধে সাকিবের করা আপিলে এ সিদ্ধান্ত আসতে পারে। এরই মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন ইঙ্গিত দিয়েছেন।
নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান আট বছর বয়সী মাহির সরওয়ার মেঘের দাবির মুখে পাপন এ ঘোষণা দেন।
মেঘের মামা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির বার্তা প্রযোজক নওশের রোমান তার ফেসবুক ওয়ালে দেয়া এক আবেগময় স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন।
স্ট্যাটাস থেকে জানা যায়, ইন্ডিপেনডেন্ট টিভির তৃতীয় জন্মদিনে অতিথি হয়ে এসেছিলেন নাজমুল। তখন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান খালেদ মুহিউদ্দীন নাজমুলের সঙ্গে মেঘের পরিচয় করিয়ে দেন।
এ সময় পাপনকে মেঘ বলে, ‘আপনিতো বিসিবি’। পাপন তার পরিচয় নিশ্চিত করলে মেঘ তাকে বলে, ‘আচ্ছা, আপনি কেন এখনও সাকিবকে মাফ করে দিচ্ছেন না, রিকোয়েস্ট ওর শাস্তি কমায় দেন।’ মেঘের কথায় অপ্রস্তুত পাপন বলেন, ‘তুমি বলছ!! ঠিক আছে তুমি যখন বলছ আমি ওর শাস্তি তুলে নিবো।
এরপর মেঘ পাপনকে বলে, অনেক তো শাস্তি হইসে, ওতো ( সাকিব ) অনেক ভাল, ওর শাস্তি মাফ করে দেন ও যেন খেলতে পারে । ও আমার সঙ্গে দেখা করেছে, ও আমার মা-বাবার এক্সিবিশনে এসেছে। জবাবে পাপন বলেন, তুমি বলেছ, এখন তো আর শাস্তি রাখার প্রশ্নই আসে না, আমি ওর শাস্তি তুলে নিবো আর তুমি ওকে বলবা ও যেন তোমার সঙ্গে সবসময় দেখা করে।
এরপর মেঘ পাপনের কাছ থেকে বিদায় নেয়ার আগে তাকে বলে, ‘আপনি আমাক বলেছেন আপনি সাকিবকে মাফ করে দিবেন। আমি কিন্তু পরে সাকিবকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো মাফ করেছেন কিনা।
গত ৭ জুলাই বিসিবির বোর্ড সভায় এক ‘প্রশ্নবিদ্ধ’ সিদ্ধান্তে সাকিব আল হাসানকে ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্যে নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে আগামী বছরের শেষ দিন অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি বাইরের কোনো লিগেও খেলতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা দেয় বিসিবি।
 বাংলাদেশ ক্রিকেট দল আগামী ২০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরকে কেন্দ্র করে সাকিবের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে ক্রিকেট বোর্ড।
 
সাকিব ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ডাক পেয়ে বার্বাডোস যাচ্ছিলেন। গত ১১ জুলাই শুরু হয়ে ১৬ আগস্ট শেষ হতে যাওয়া সিপিএল খেলে সাকিব একবারে ওয়েস্ট ইন্ডিজেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের তুখোড় খেলোয়াড় সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে যাচ্ছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। শাস্তির বিরুদ্ধে সাকিবের করা আপিলে এ সিদ্ধান্ত আসতে পারে। এরই মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন ইঙ্গিত দিয়েছেন।
নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান আট বছর বয়সী মাহির সরওয়ার মেঘের দাবির মুখে পাপন এ ঘোষণা দেন।
মেঘের মামা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির বার্তা প্রযোজক নওশের রোমান তার ফেসবুক ওয়ালে দেয়া এক আবেগময় স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন।
স্ট্যাটাস থেকে জানা যায়, ইন্ডিপেনডেন্ট টিভির তৃতীয় জন্মদিনে অতিথি হয়ে এসেছিলেন নাজমুল। তখন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান খালেদ মুহিউদ্দীন নাজমুলের সঙ্গে মেঘের পরিচয় করিয়ে দেন।
এ সময় পাপনকে মেঘ বলে, ‘আপনিতো বিসিবি’। পাপন তার পরিচয় নিশ্চিত করলে মেঘ তাকে বলে, ‘আচ্ছা, আপনি কেন এখনও সাকিবকে মাফ করে দিচ্ছেন না, রিকোয়েস্ট ওর শাস্তি কমায় দেন।’ মেঘের কথায় অপ্রস্তুত পাপন বলেন, ‘তুমি বলছ!! ঠিক আছে তুমি যখন বলছ আমি ওর শাস্তি তুলে নিবো।
এরপর মেঘ পাপনকে বলে, অনেক তো শাস্তি হইসে, ওতো ( সাকিব ) অনেক ভাল, ওর শাস্তি মাফ করে দেন ও যেন খেলতে পারে । ও আমার সঙ্গে দেখা করেছে, ও আমার মা-বাবার এক্সিবিশনে এসেছে। জবাবে পাপন বলেন, তুমি বলেছ, এখন তো আর শাস্তি রাখার প্রশ্নই আসে না, আমি ওর শাস্তি তুলে নিবো আর তুমি ওকে বলবা ও যেন তোমার সঙ্গে সবসময় দেখা করে।
এরপর মেঘ পাপনের কাছ থেকে বিদায় নেয়ার আগে তাকে বলে, ‘আপনি আমাক বলেছেন আপনি সাকিবকে মাফ করে দিবেন। আমি কিন্তু পরে সাকিবকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো মাফ করেছেন কিনা।
গত ৭ জুলাই বিসিবির বোর্ড সভায় এক ‘প্রশ্নবিদ্ধ’ সিদ্ধান্তে সাকিব আল হাসানকে ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্যে নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে আগামী বছরের শেষ দিন অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি বাইরের কোনো লিগেও খেলতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা দেয় বিসিবি।
 বাংলাদেশ ক্রিকেট দল আগামী ২০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরকে কেন্দ্র করে সাকিবের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে ক্রিকেট বোর্ড।
 
সাকিব ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ডাক পেয়ে বার্বাডোস যাচ্ছিলেন। গত ১১ জুলাই শুরু হয়ে ১৬ আগস্ট শেষ হতে যাওয়া সিপিএল খেলে সাকিব একবারে ওয়েস্ট ইন্ডিজেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া