adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি ও আল-আকসা টিভি ভবনে বিমান হামলা

ইসমাইল হানিয়ার বাড়ি ও আল-আকসা টিভি ভবনে হামলাআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ও ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আজ (মঙ্গলবার) সকালে এ হামলা হয়। হামলায় হানিয়ার বাড়ির ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে।
এছাড়া, হামাস পরিচালিত আল-আকসা টেলিভিশন চ্যানেল ও আল-আকসা রেডিও স্টেশনের ওপর ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। হামলার পরও আল-আকসা টিভি সম্প্রচার কাজ চালিয়ে যাচ্ছে তবে রেডিওর সম্প্রচার বন্ধ রয়েছে।
এর আগে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন। এরপরই ইহুদিবাদীরা গাজার শাতি উদ্বাস্তু শিবির ও আশ-শিফা হাসপাতালের ওপর নতুন করে হামলা চালায়। এতে অন্তত ১৫ জন শহীদ হয়েছে যার বেশিরভাগই শিশু। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া