adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারাগার থেকে সাবেক প্রধানমন্ত্রীর বিদ্রোহের ডাক

image_69384_0ঢাকা: ইউক্রেনের কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কো সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছেন। দেশটির একজন অনুসন্ধানী সাংবাদিককে নৃশংসভাবে প্রহার করার প্রতিবাদে উত্তেজনা তীব্র আকার ধারণ করলে তিনি এ ঘোষণা দেন।
২৪ ডিসেম্বর রাতে বিখ্যাত সাংবাদিক তাতিয়ানা শোর্নোভিলকে (৩৪) নৃশংসভাবে প্রহার করা হয়। তিনি বিরোধী দলীয় ইন্টারনেট ভিত্তিক মুখপত্র ইউক্রেনিস্কা প্রাভাদা-র সাংবাদিক ছিলেন।
প্রহৃত হওয়ার আগে তিনি নিজ গাড়ি চালিয়ে কিয়েভে যাচ্ছিলেন। এবং লক্ষ্য করেছিলেন একটি গাড়ি তকে অনুসরণ করছে। পুলিশ জানিয়েছে, অনুসরণকারীদের গাড়িটি এমনভাবে তাতিয়ানার গতিরোধ করে দাঁড়ায় যে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। তারপর জানালার কাচ ভেঙে তাকে হিঁচড়ে বের করে এনে প্রহার করতে থাকে। এক পর্যায়ে তাকে নর্দমায় ফেলে দিয়ে পালিয়ে যায়। মধ্যরাতের কিছু পর গাড়ির পাশে তাতিয়ানাকে মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বর্তমান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচসহ উচ্চ পর্যায়ের নেতাদের ব্যাপারে অনুসন্ধানী রিপোর্টের জন্যে তাতিয়ানা শোর্নিাভিল নামটি দারুণ আলোচিত ছিল। তার ওপর হামলার ঘটনায় তাই বিরোধী দলে প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ইয়ানুকোভিচের কাছে জবাব চাওয়া হলে তিনি এটিকে সাধারণ দুর্ঘটনা বলে মন্তব্য করেন।
সাবেক প্রধানমন্ত্রী তাইমোশেঙ্কো বলেন, ‘আমরা যদি আমাদের শক্তিতে আস্থা রাখি, আমাদের মর্যাদার ব্যাপারে সচেতন হই, আমরা যদি ধ্বংস হেয় গিয়ে না থাকি এবং হাল না ছাড়তে দৃঢ় সংকল্পবদ্ধ হই, তাহলে আমাদের এখনই উঠে দাঁড়াতে হবে, এবং তীব্র প্রতিক্রিয়া দেখাতে হবে।
বুধবার শতাধিক বিক্ষোভকারী স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের সামনে পুলিশের নির্যাতন ও ব্যাপক দুর্নীতির কারণে বিক্ষোভ প্রদর্শন করে এবং তার পদত্যাগ দাবি করে শ্লোগান দিতে থাকে।
গত মাসে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ইউরোপীয়ান ইউনিয়নের একটি বাণিজ্য-সহায়তা চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানানোর পর রাজপথে বিরোধী দলের ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা রাশিয়ার বলয়ে থাকার চেয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে দেশের ঘনিষ্ঠতা কামনা করেছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া