adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৯ দিনে নিহত ২৪, বার্ন ইউনিটে কাতরাচ্ছে ২৫

image_62268ঢাকা: প্রায় সারা শরীরই ব্যান্ডেজে মোড়ানো মন্টু পালের। বেশির ভাগ সময়ই অচেতন থাকছেন। মাঝে-মধ্যে জ্ঞান ফিরলে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছেন সবাইকে। স্বামীর শয্যার পাশে দাঁড়িয়ে নির্বাক চোখের পানি ফেলছেন স্ত্রী সঞ্জু পাল। তিন দিন ধরে কেঁদে কেঁদে তার চোখের পানিও যেন শুকিয়ে আসছে। একইভাবে নিভে আসছে মন্টুর বিহ্বল সে দৃষ্টির আলো।



বিস্ময় নিয়ে তাকিয়ে কথা বলার অনেক চেষ্টা করেন মন্টু। চোখের চাহনির সে অভিব্যক্তি ফুটে ওঠে মাঝে-মধ্যে, ‘আমি বাড়ি যাব। আমাকে বাড়ি নিয়ে যাও।’ মন্টুর শাশুড়ি বীনা রাণী ও শ্বশুর পরেশ পাল কেঁদে বলেন, ‘সে ভাবছে, আর বাঁচবে না। তাই বাড়ি যেতে চাইছে।’



তবে মেয়ে জামাইকে বাঁচিয়ে তোলার চেষ্টায় দিনরাত ছোটাছুটি করছেন এই দম্পতি। চোখেমুখে অনিশ্চয়তার শঙ্কা। কারণ চিকিৎসকরা বলেছেন, ‘মন্টুর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তাকে বাঁচানো হয়ত যাবে না।’



ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে এভাবেই মৃত্যুর সঙ্গে লড়ছে এক স্বর্ণশিল্পী মন্টু পাল।



গত রোববার সদরঘাট থেকে লেগুনায় চড়ে বাড়ি ফিরছিলেন তাঁতীবাজারের একটি সোনার দোকানের কারিগর মন্টু। পথে লক্ষ্মীবাজার মোড়ে দুর্বৃত্তরা তাকে বহনকারী লেগুনায় পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে মন্টু ছাড়াও পাঁচজন দগ্ধ হয়। অন্য আহতরাও এখন ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে মন্টুর মতো যন্ত্রণায় কাতরাচ্ছে।



বুধবার পর্যন্ত ইউনিটে হরতাল নাশকতায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন ২৫ জন। তাদের বেশিরভাগই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। আরো আছেন ছাত্রী-ছাত্রী, ক্ষুদ্র ব্যবসায়ী নারী ও শিশু। হরতালকে কেন্দ্র করে নিষ্ঠুর আগুনের খেলা আর ককটেল উৎসবের(!) শিকার তারা। এখন দিশেহারা তাদের পরিবার।   



বার্ন ইউনিট ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ দুই দফার হরতালকে কেন্দ্র করে সহিংসতায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রোলবোমায় দুজন নিহত এবং আহত হয়েছেন ৭২ জন। তাদের মধ্যে তিনজন প্রতিবন্ধী ও ১৩টি শিশু। অগ্নিদগ্ধ হয়েছেন অর্ধশত। তাদের ৩১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়; যাদের ২৫ জন এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন।



তিন দফায় দেয়া হরতালকে কেন্দ্র করে নাশকতায় সারাদেশে আগুন ও বোমায় ২৪ জন নিহত হয়েছে। এর মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে এবং বাকিদের মৃত্যু হয় দেশের বিভিন্ন হাসপাতালে।



১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার রায়েরবাগ এলাকার হাশেম পেট্রোলপাম্পের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হলে ৮ জন দগ্ধ হয়। এ ঘটনায় দগ্ধদের একজন প্রকৌশলী নূর মোহাম্মদ শুভ। যন্ত্রণায় কাতর ছেলের পাশে দাঁড়িয়ে মা সাফিয়া খাতুন বাংলামেইলকে কেঁদে বলেন, ‘যে ছেলে বাসায় গিয়ে আমার শরীর-স্বাস্থ্যের খবর নিত আজ সে দগ্ধ হয়ে আর্তনাদ করছে।’



দগ্ধ ইডেন সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী রাবেয়া আক্তার বাংলামেইলকে বলেন, ‘আমার এ অবস্থার জন্য কে দায়ী বলেন? আমি তাদের বিচার চাই। আমাদের পুড়িয়ে মারার অধিকার তাদের কে দিয়েছে?’



ফল বিক্রেতা খবির উদ্দিন পুড়ে যাওয়ায় যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে স্ত্রী তানিয়ার। ছোট্ট শিশু মরিয়মকে নিয়ে অথৈ সাগরে পড়েছেন তিনি। তিনি কেদে বলেন, তার চার মেয়ে। স্বামীই পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তার অবর্তমানে তাদের সবাইকে না খেয়ে থাকতে হবে। বড় মেয়ে বিথি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। টাকার জন্য পরীক্ষা দেয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাল এক প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে মেয়েকে দিয়েছেন। স্বামীর চিকিৎসা করানোর মতো কোন সঞ্চয়ও নেই। ছোট শিশু সন্তানের দুধ কেনার টাকা পর্যন্ত নেই।



গত সোমবার ফেনীতে হরতালকারীদের পেট্রোল বোমায় দগ্ধ হওয়া কৃষক আবুল কাশেমও যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার ছেলে নুরুল আফসার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা সারা জীবন কাঁধে জোয়াল নিয়ে পরিবার ও দেশের মানুষের অন্ন চাহিদা মেটাত, তাকেও তারা ছাড় দিল না। রোদ-বৃষ্টি, ঝড় কোনো কিছুই কখনো তাকে পরাজিত করতে পারেনি। আজ তার কী অবস্থা? কেন এমনভাবে কর্মসূচি পালন করতে হবে? আমাদের কী অপরাধ?’



গত ১ নভেম্বর রাজধানীর পান্থপথে টেনিস বল ভেবে কুড়িয়ে নেয়ায় ককটেল বিস্ফোরণে মুরাদ নামে এক শিশুর দুই হাত ঝলসে যায়। ছেলে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে এখন নিঃস্ব তার বাবা জামাল হোসেন। সিএনজি অটোরিকশাচালক জামাল বলেন, মুরাদের ডান হাত ভালো হলেও বাম হাতের অবস্থা ভালো না। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর এখন টাকা-পয়সা একেবারেই নেই। ডাক্তার বলছে মুরাদের উন্নত চিকিৎসা করতে অনেক টাকা লাগবে।



১৮ দলের ডাকা শেষ দফা হরতালের শেষ দিন বুধবার সর্বশেষ ককটেলের শিকার হন চকবাজার এলাকার সফুরা খাতুন নামে মধ্যবয়সী এক নারী। ঝলসানো শরীর নিয়ে তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চকবাজার এলাকায় রিকশাচালক আনোয়ার হোসেন ও মো. হাসান নামে দুজন ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন। তারাও এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি।



ঢাকা মেডিকল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেন বাংলামেইলকে বলেন, ‘আহতদের বেশিরভাগ এখনও আশঙ্কামুক্ত নয়। নিম্নআয়ের এসব মানুষের সঙ্গে পুরো পরিবারটি এখন বিপর্যস্ত। এদের মধ্যে মন্টু পাল সবচেয়ে বেশি আশঙ্কাজনক। তাকেসহ অন্যদের বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।’ 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া