adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নূর হোসেনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

ডেস্ক রিপোর্ট : সাত খুনের মামলার প্রধান আসামি পলাতক নূর হোসেনের অস্থাবর সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের আদালত। পুলিশের আবেদনে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন বুধবার সন্ধ্যায় এই আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল তিন দিন আগে এই আবেদন করেছিলেন বলে জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
এ অপহরণ ও হত্যার জন্য র‌্যাবকে দায়ী করে নজরুলের শ্বশুর শহীদুল সাংবাদিকদের বলেন, আরেক কাউন্সিলর নূর হোসেন অর্থ দিয়ে র‌্যাবের মাধ্যমে তার জামাতাকে হত্যা করিয়েছে।
লিংক রোড থেকে নজরুলদের তুলে নেয়ার সময় কয়েকজন বালু শ্রমিক র‌্যাব-১১ লেখা গাড়ি দেখেছিলেন বলে জানান তিনি।
সেদিন যোগাযোগ করা হলে র‌্যাব-১১ এর ততকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিক সাইদ মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, তারা কাউকে আটক করেননি এবং এই ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।
এর তিন দিন পর লাশ উদ্ধারের আগে র‌্যাব-১১ এর অধিনায়ককে প্রত্যাহার করা হয়। এই সেনা কর্মকর্তাকে সেদিনই তার বাহিনীতে ফেরত পাঠানো হয় বলে র‌্যাব জানায়।
র‌্যাব-১১ এর অধিনায়ক ছাড়াও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দুটি থানার ওসিকেও প্রত্যাহার করা হয়।
নজরুল পরিবার প্রথমেই ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনের দিকে অভিযোগ তুলেছিলেন। মামলায় প্রধান আসামিও করেছিলেন তাকে।
শহীদুল দাবি করেন, তারা র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশের ‘বাধায়’ মামলায় তাদের আসামি করতে পারেননি। নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় র‌্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে একটি কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
হাইকোর্টের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লাকে চেয়ারম্যান করে বুধবার রাতে সাত সদস্যের কমিটির আদেশ জারি করা হয়। এছাড়া এ কমিটিকে আদেশ জারির সাত দিনের মধ্যে উল্লিখিত তদন্ত কাজের অগ্রগতি সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্ট বিভাগে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মহিউদ্দিন, আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মোস্তাফিজুর রহমান ও মো. মিজানুর রহমান খানকে কমিটির সদস্য করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে এই কমিটির সদস্য করা হয়েছে। তদন্ত কাজের জন্য এই কমিটি সহযোগী কর্মচারী নিয়োগ করতে পারবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া