ফরাসি তারকা গ্রিজমান আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন
স্পোর্টস ডেস্ক: ফরাসি ফরোয়ার্ড ও আতলেতিকো মাদ্রিদ তারকা গ্রিজমান আন্তর্জাতিক ফুটবলকে হঠাৎ বিদায় বলে দিলেন! তার অবসরের ঘোষণা এখনো বিশ্বাস করতে পারছেন না ফ্রেঞ্চরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের জার্সিতে ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ নেশনস লিগ জিতেছেন এ তারকা ফরোয়ার্ড। ৩৩ বছর বয়সী গ্রিজমান জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন, গোলের যোগান দিয়েছেন ৩৩টি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশে তিনি বলেন, দশ বছরের এক অনন্য সফর! নানা প্রতিবন্ধকতা- প্রতিকূলতা, সাফল্য এবং কখনো ভুলতে না পারার মতো মুহূর্তগুলোর পর; এখন সময় হয়েছে জীবনের পরের অধ্যায়ে যাওয়ার।সেই সাথে, নতুন প্রজন্মের জন্য জায়গা করে দেয়ার।
তিনি আরও বলেন, জীবনের এই অধ্যায়ের ইতি টানছি। এমন অসাধারণ যাত্রার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। ফ্রান্সের জার্সি গায়ে জড়ানো ছিলো আমার জন্য সবচেয়ে সম্মান ও গৌরবের।