adv
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে যেসব বিশ্বনেতার সঙ্গে বৈঠক করলেন ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। উদ্দেশ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগদান। তবে এই সাধারণ অধিবেশনের ফাঁকে তিনি বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া বিভিন্ন বৈশ্বিক সংস্থার প্রধানের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে।

এবারের যুক্তরাষ্ট্র সফরে এখন পর্যন্ত কোন কোন বিশ্বনেতার সঙ্গে ড. ইউনূস সাক্ষাৎ ও বৈঠক করলেন এই প্রতিবেদনে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। একই সঙ্গে আর কার কার সঙ্গে তার বৈঠক হতে পারে সে বিষয়ও এখানে থাকবে।

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে ড. ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন।

বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ড. ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যেকোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদেরকেও (যুক্তরাষ্ট্র সরকার) পূর্ণ সহযোগিতা করা উচিত।

বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপর বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন।

পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে প্রেসিডেন্ট বাইডেনের বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি (রিড আউট) প্রকাশ করে হোয়াইট হাউস।

ড. ইউনূস ও জাস্টিন ট্রুডোর একান্ত বৈঠক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত সংক্ষিপ্ত এ বৈঠকে দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও সুদূঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুবসমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন।

এ সময় অধ্যাপক ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর হাতে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক উপহার দেন, যেখানে বাংলাদেশে বিপ্লব চলাকালীন এবং পরবর্তী সময়ে শিক্ষার্থী ও তরুণদের আঁকা বর্ণিল গ্রাফিতি স্থান পেয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

শেখ হাসিনার নেতৃত্বে আগের শাসনব্যবস্থা দেশের প্রতিষ্ঠানগুলো কীভাবে ধ্বংস করেছিল, বৈঠকে ড. ইউনূস তা তুলে ধরেন। তিনি বাংলাদেশের প্রতি কানাডার বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরও ভিসা দিতে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিল ক্লিনটনের সঙ্গে ড.ইউনূস

ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ ২০২৪-এর এক বৈঠকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে একই মঞ্চে দেখা যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে।

আইএমএফয়ের এমডির সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে সাক্ষাৎ করেছেন ড. ইউনূস।

রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক করেন তিনি। এতে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে প্রধান উপদেষ্টার পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করেন তারা।

রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স করতে জাতিসংঘের মহাসচিবকে প্রস্তাবও দিয়েছন ড. ইউনুস। সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব।

প্রধান উপদেষ্টা মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জাতিসংঘ সাধারণ অধিবেশনের কর্মসূচি শুরু করেন। সংবর্ধনায় তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে যোগদান করেছেন।

এ ছাড়া ব্রাজিলের প্রধানমন্ত্রী লুইজ ইনাসিও লুলা ডা সিলভা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক প্রমুখের সঙ্গ ড. ইউনূসের দেখা হয়েছে।

তাছাড়া আগামী ২৭ সেপ্টেম্বর সকালে ড. ইউনূস সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে। তার আগে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে ড. ইউনূসও অংশ নেবেন। প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ডিনার পার্টিটিতে সবাইকে স্বাগত জানাবেন। এ সময় অতিথিদের সঙ্গে ফটোসেশনেও মিলিত হবেন ফার্স্টলেডি ও প্রেসিডেন্ট।

জাতিসংঘ সদর দপ্তরের কাছে ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’র বিশাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। তাছাড়া নেদারল্যান্ডস ও নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ড. ইউনূসের।

 

 

এমডি

 

সর্বশেষ

নিউইয়র্কে যেসব বিশ্বনেতার সঙ্গে বৈঠক করলেন ড. ইউনূস
নিউইয়র্কে যেসব বিশ্বনেতার সঙ্গে বৈঠক করলেন ড. ইউনূস
বড় সুখবর পেলেন ইমরান খান
বড় সুখবর পেলেন ইমরান খান
একমাত্র যুক্তরাষ্ট্র এই লড়াই থামাতে পারে: লেবানন
একমাত্র যুক্তরাষ্ট্র এই লড়াই থামাতে পারে: লেবানন
আমিরাতে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম
আমিরাতে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম
গাজায় জাতিসংঘ, পশ্চিমা মূল্যবোধ নিহত হচ্ছে: এরদোয়ান
গাজায় জাতিসংঘ, পশ্চিমা মূল্যবোধ নিহত হচ্ছে: এরদোয়ান
ইসরায়েলি বিমান হামলায় লেবানন প্রতিরোধ যোদ্ধাদের আরেক শীর্ষ কমান্ডার নিহত
ইসরায়েলি বিমান হামলায় লেবানন প্রতিরোধ যোদ্ধাদের আরেক শীর্ষ কমান্ডার নিহত
থানায় নারীকে যৌন নির্যাতন, ভারতজুড়ে তোলপাড়
থানায় নারীকে যৌন নির্যাতন, ভারতজুড়ে তোলপাড়
কোন পথে এগোচ্ছে ইসরায়েল, হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের প্রভাব কী হতে পারে
কোন পথে এগোচ্ছে ইসরায়েল, হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের প্রভাব কী হতে পারে
ড. ইউনূসের সরকারের প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানিয়ে যা বললেন জো বাইডেন
ড. ইউনূসের সরকারের প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানিয়ে যা বললেন জো বাইডেন
নতুন ফোন কিনে বন্ধুদের ট্রিট না দেয়ায় ছুরিকাঘাতে হত্যা
নতুন ফোন কিনে বন্ধুদের ট্রিট না দেয়ায় ছুরিকাঘাতে হত্যা

সর্বাধিক পঠিত

মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লিদের পদযাত্রা, নেপথ্যে কি
মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লিদের পদযাত্রা, নেপথ্যে কি
ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘হেলেন’, আঘাত হানবে ১৮৫ কিলোমিটার গতিতে
ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘হেলেন’, আঘাত হানবে ১৮৫ কিলোমিটার গতিতে
যারা আর হজ ও ওমরাহ পালন করতে পারবেন না, কড়া বার্তা দিলো সৌদি কর্তৃপক্ষ
যারা আর হজ ও ওমরাহ পালন করতে পারবেন না, কড়া বার্তা দিলো সৌদি কর্তৃপক্ষ
পরিত্যক্ত বাড়িতে শিশুকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক বানরের পাল গিয়ে যা করল
পরিত্যক্ত বাড়িতে শিশুকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক বানরের পাল গিয়ে যা করল
ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে ৯০০ যোদ্ধা
ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে ৯০০ যোদ্ধা
দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, সদলবলে ঘুরে বেড়াচ্ছেন পার্কে
দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, সদলবলে ঘুরে বেড়াচ্ছেন পার্কে
মোদি-ইউনূস বৈঠক কেন হয়নি, স্পষ্ট করলেন ভারতের পররাষ্ট্রসচিব
মোদি-ইউনূস বৈঠক কেন হয়নি, স্পষ্ট করলেন ভারতের পররাষ্ট্রসচিব
৫ লাখ ডলারের স্কলারশিপ ঘোষণা, আবেদন করতে পারবেন যেসব দেশের শিক্ষার্থী
৫ লাখ ডলারের স্কলারশিপ ঘোষণা, আবেদন করতে পারবেন যেসব দেশের শিক্ষার্থী
শেখ হাসিনার ভারত থাকা নিয়ে যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
শেখ হাসিনার ভারত থাকা নিয়ে যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
লাইট বন্ধ করে পিটিআইয়ের সমাবেশের মঞ্চ দখলে নিলো পুলিশ
লাইট বন্ধ করে পিটিআইয়ের সমাবেশের মঞ্চ দখলে নিলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৪

A-AA+

বড় সুখবর পেলেন ইমরান খান
বড় সুখবর পেলেন ইমরান খানX

ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে সামরিক আদালতে বিচার করার কোনো পরিকল্পনা সরকারের নেই। আর যদি এমনটা করা হয় তাহলে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরই তা শুরু হবে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সরকারের তরফ থেকে এমন তথ্য জানানোর পর ইমরান খানের সামরিক আদালতে বিচারের বিরুদ্ধে করা একটি পিটিশন বাতিল করে দেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। খবর দ্য ডনের।

এদিন আইএইচসির বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এই পিটিশনের ওপর শুনানি করেন। শুনানির সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মুনাওয়ার ইকবাল দুগাল আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নতুন প্রধান আসিম মালিক

ইমরান খানকে সামরিক আদালতে তোলার বিষয়ে আদালতের প্রশ্নের জবাবে ব্যারিস্টার দুগাল বলেন, ৯ মে-এর সহিংসতার মামলায় ইমরান খানকে সামরিক আদালতের তোলার বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে যথাযথ কর্তৃপক্ষ যদি তার সামরিক আদালতে বিচারের সিদ্ধান্ত নেয় তাহলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং সংশ্লিষ্ট বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নেয়া হবে।

সরকারের এই প্রতিশ্রুতি পেয়ে আদালত পিটিশনটি বাতিল করে দেন বলে জানিয়েছে দ্য ডন। এর আগে ৯ মে-এর সহিংসতায় তাকে সামরিক আদালতে তোলা হতে পারে বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইমরান খান।

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি জীবনযাপন করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া