adv
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নেশনস লিগে ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস ও গ্রিসের জয়

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডকে হারিয়ে উয়েফা নেশনস লিগে শুভ সূচনা ইংল্যান্ডের। তারা ২-০ গোলে হারিয়েছে প্রতিপক্ষকে। এদিন অন্য ম্যাচে হাঙ্গেরিকে গুড়িয়ে দিয়েছে শক্তিশালী জার্মানি। তারা ৫-০ গোলের জয়ে মিশন শুরু করে। অপর ম্যাচে নেদারল্যান্ডসও জিতেছে বড় ব্যবধানে। বসনিয়াকে হারিয়েছে ৫-২ গোলে। আর গ্রিসের জয় ৩-০ গোলে।

এক সময় খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে। এখন গায়ে ইংল্যান্ডের জার্সি। তাইতো ম্যাচ কিংবা ম্যাচের পর দুয়োধ্বনিতে পুড়েছেন থ্রি লায়নদের দু’জয়ের নায়ক ডেকলান রাইস ও জ্যাক গ্রিলিশ।

উয়েফা নেশনস লিগে জয় দিয়ে মিশন শুরু করলো ইংল্যান্ড। ইউরোর ফাইনাল হারের পর প্রথম ম্যাচ থ্রি লায়ন্সদের। আর অভিষেকটা রাঙিয়ে রাখলেন অন্তর্র্বতী কোচ লি কার্সলি।

ম্যাচের শুরুতেই ইংল্যান্ডকে এগিয়ে দেন ডেকলাইন রাইস। তবে সাবেক দলের বিপক্ষে স্কোরশিটে নাম লিখিয়ে করেননি উদযাপন। ২০১৮ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে তিন ম্যাচ খেলেছেন আর্সেনাল মিডফিল্ডার। ব্যবধান দ্বিগুণের সুযোগ হারান কেইন। খুব কাছ থেকেও জাল খুজে নিতে পারেননি বায়ার্ন স্ট্রাইকার। তবে ভুল করেননি জ্যাক গ্রিলিশ। রাইসের কাটব্যাক, গোলে পূর্ণতা দেন ম্যান সিটি মিডফিল্ডার। তিনিও আয়ারল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন অনূর্ধ্ব-২১ পর্যন্ত। তবে তার উদযাপন ছিল বাধ ভাঙা।
প্রথমার্ধ ইংল্যান্ডের হলে, দ্বিতীয়ার্ধে বল দখলের আধিপত্যে আইরিশরা। তবে ফিনিশিং ব্যর্থতায় গোলের দেখা পায়নি।

এদিকে দাপুটে জয়ে নেশনস লিগে শুভসূচনা করলো জার্মানি। অভিজ্ঞ চার ফুটবলার মানুয়েল নুয়্যার, টনি ক্রুস, ইলকাই গুন্দোয়ান ও থমাস মুলারের অবসরের পর ডি মানশেফটদের প্রথম ম্যাচে চোখ ছিল পুরো ফুটবল বিশ্বের। তবে হাঙ্গেরির বিপক্ষে তরুণদের নজরকাড়া পারফরম্যান্স।

ডুসেলডর্ফে হয়েছে গোল বন্যা। প্রথমার্ধে নিকোলাস ফুলকুর্গ দলকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধে একবার করে জালের দেখা পেয়েছেন জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভিৎজ, আলেকসান্দার পাভলোভিচ ও কাই হাভাৎস।
গোলের সঙ্গে সতীর্থদের দু’গোলে অবদান রাখেন মুসিয়ালা। ম্যাচে গোলের জন্য ২৩টি শট নেয় জার্মানি। আর হাঙ্গেরির ৬ শটের কেবল একটি লক্ষ্যে ছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া