adv
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের এক মাস, সফলতার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অনেক কিছুর বদল হয়েছে

স্পোর্টস ডেস্ক: গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায়। এক মাস অতিক্রান্ত হলো সরকারের। এই সময়ে দেশের ক্রীড়াঙ্গনে কিছুটা হলেও বদলেছে। তবে বড় ধরণের সংস্কার এখনও দৃশ্যমান নয়।

চ্যানেল২৪ জানায়, ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি এসেছে। টেস্টে পাকিস্তাকে হোয়াইটওয়াশের উচ্ছ্বাসে ভাসছে দেশ। ফুটবল ফেডারেশনের কমিটিতে পরিবর্তন আসেনি। তবে অনূর্ধ্ব-২০ দলের সাফ জয় যুক্ত হয়েছে সাফল্যের পালকে।

জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার বাইরে নয় দেশের ক্রীড়াঙ্গন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। ঐদিনই ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান আন্দোলনের অন্যতম কা-ারি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পুরো ব্যবস্থার যেখানে সংস্কারের দাবি, সেখানে খেলাধুলা একটা অংশমাত্র। প্রথমবার মন্ত্রণালয়ে গিয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে স্পোর্টস এক্সেলেন্স সেন্টার তৈরির ঘোষণা দেন উপদেষ্টা।
১৯ আগস্ট বিসিবি পরিদর্শনের মধ্য দিয়ে আলোচনায় আসেন। নানা পথ ঘুরে বিসিবি পুনর্গঠনের উপায় খুঁজে পাওয়া যায়। ২১ আগস্ট সচিবালয়ে বসে বিসিবি পুনগর্ঠনে জরুরি বোর্ড সভা। নাজমুল হাসান পদত্যাগ করলে সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
একইদিন দেশের সব উপজেলা, জেলা ও বিভাগীয় ক্রীড়াসংস্থা ভেঙে দেয়া হয়। তার কদিন পর সেখানে অ্যাডহক কমিটির গঠনের রুপরেখার ঘোষণা দেয় সরকার।
ক্রীড়াঙ্গন সংস্কারে ৩০ আগস্ট গঠন করা হয় ৫ সদস্যের সার্চ কমিটি। যদিও কমিটির প্রধান জোবায়দুর রহমান রানাকেও নিয়ে আছে প্রশ্ন। ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপদেষ্টা।
একমাসে ক্রিকেট ছাড়া আর কোনো ফেডারেশনে সংস্কার উদ্যোগ চোখে পড়েনি। এমনকি ফুটবল ফেডারেশনও চলছে আগের মত। শুধু পদত্যাগ করেছেন সহ সভাপতি সালাম মুর্শেদি। অ্যাথলেটিক্স ফেডারেশনের শীর্ষ কর্তারা পদ ছেড়েছেন। কাবাডি থেকে সরিয়ে দেয়া হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে।
বড় হতাশার ব্যাপার, বাংলাদেশ থেকে সরে গেছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে মাঠের সাফল্যে পরিবর্তনের ছোঁয়া। টেস্টে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ। সাফ অনূর্ধ্ব – ২০ শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। ভুটানকে হারিয়েছে জাতীয় দল। তবে দেশের মাটিতে এ একমাসে কোনো খেলা হয়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া