adv
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির মতো ট্রফি পাশে রেখে ঘুমালেন টাইগার অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক: ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর সোনালি ট্রফিকে পাশে নিয়ে লিওনেল মেসির ঘুমানোর পোজ দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর থেকেই বড় কোনো শিরোপা জয়ের পর বিভিন্ন খেলোয়াড়রা আর্জেন্টাইন মহাতারকার অনুকরণ করে ছবি তুলেছিলেন। এবার এই তালিকায় নাম লেখালেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের আগে এই ফরম্যাটে পাকিস্তানকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। ১২ ম্যাচের মধ্যে হেরেছিল ১১টিতেই। কিন্তু শান্তর নেতৃত্বে সেই পরিসংখ্যান পাল্টে দিয়েছে টাইগাররা। কেবল একটি ম্যাচ জিতেই থেমে থাকেনি, সিরিজের দুটি টেস্ট জিতে স্বাগতিকদের করেছে হোয়াইটওয়াশও। ফলে টেস্ট সিরিজের এই ট্রফিটিই যে বাংলাদেশ দলের কাছে বিশেষ কিছু তা আর বলার অপেক্ষা রাখে না। – অলআউট স্পোর্টস

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে অধিনায়ক শান্তর অফিশিয়াল ফেইসবুক পেইজের পোস্টেও দেখা মেলে সেই চিত্রের। শুভ সকাল ক্যাপশনের পোস্টের ছবিতে দেখা যায়, সাদা বিছানার ওপর সিরিজের সোনালি ট্রফি জড়িয়ে ধরে ঘুমানোর পোজ দিয়েছেন শান্ত। মেসিও ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা জেতানোর পরদিন এ রকম ছবি তুলেছিলেন।
কাতার বিশ্বকাপ ফাইনালের পর মেসির সেই পোস্টের পর থেকে ট্রফি নিয়ে ঘুমানোর পোজ দেওয়ার ছবি তোলার ঘটনা আরও আছে। শান্তর আগে এভাবে ছবি তুলেছিলেন বাংলাদেশকে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। গত ২৮ আগস্ট একই ভঙ্গিতে ছবি ফেইসবুকে পোস্ট করেন তিনি।
তারও আগে গত জুনে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে বিছানায় স্ত্রীর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব।
তবে এভাবে ছবি তোলার প্রচলন বেশ আগে থেকে থাকলেও বিছানায় মেসির বিশ্বকাপ ট্রফিসহ ছবি আপলোড করার পর থেকে এর জনপ্রিয়তা আরও বেড়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া