adv
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ড দলের দায়িত্ব নিলেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ম্যাককালামকে সাদা বলের কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে গত জুলাইয়ে পদত্যাগ করেন ম্যাথু মট। তার জায়গায় রিকি পন্টিং, ইয়ন মরগানের মতো তারকাদের বিবেচনা করা হলেও শেষমেশ ম্যাককালামকেই বেছে নেয় ইসিবি। তার অধীনে টেস্টে বাজবল কৌশলে বেশ সফল বেন স্টোকসরা। সে ধারাবাহিকতায় টেস্টে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বও তুলে দিলো ইসিবি। এবার সীমিত ওভারে ম্যাককালামের চ্যালেঞ্জ গ্রহণের পালা।

ইংল্যান্ডের সাদা বলের দায়িত্ব পেয়ে ম্যাককালাম বলেন, আমি টেস্ট দলের সঙ্গে পুরোটা সময় উপভোগ করেছি। সীমিত ওভারে আমাকে যুক্ত করে চুক্তির মেয়াদ বাড়ানোয় আমি রোমাঞ্চিত। নতুন এ চ্যালেঞ্জটা এমন, যেটা আমি আলিঙ্গন করতে চাই। আমি সাগ্রহে জসের (ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক) সঙ্গে কাছ থেকে কাজ করতে চাই এবং দলকে একটি শক্তিশালী ভিত দিতে চাই যেটা ইতোমধ্যে একটা অবস্থানে আছে।
তবে এখনই সীমিত ওভারে জস বাটলারদের দায়িত্ব নেবেন না এ সাবেক এ কিউই ব্যাটার। আগামী বছরের জানুয়ারি থেকে সাদ ও রঙিন, উভয় পোশাকের দায়িত্ব সামলাবেন ম্যাককালাম। তার আগ পর্যন্ত তিনি শুধু টেস্ট দলেরই দায়িত্ব পালন করবেন। ফলে চলতি মাসে অস্ট্রেলিয়া আর নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ইংলিশদের সামলাবেন অন্তর্র্বতীকালীন হেড কোচ মার্কাস ট্রেসকোথিক।
ম্যাককালামের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ইংল্যান্ড। ফলে ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি আর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের কোচ হিসেবে বড় ভূমিকা পালন করতে হবে তাকে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া