adv
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে নিহত সাজ্জাদের মরদেহ ৪৪ দিন পর কবর থেকে তোলা হলো

ডেস্ক রিপাের্ট: উত্তোলন করা হলো ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের মরদেহ। সোমবার (২ সেপ্টেম্বর) নগরীর মিস্ত্রীপাড়া কবরস্থান থেকে আদালতের আদেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই খালিদ উদ্দিনসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার এটিএম আরিফ জানান, সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নাঈমুল ইসলাম খান, চাকরি থেকে অব্যাহতি পাওয়া রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, সাবেক এমপি ডিউক চৌধুরী, পৌর মেয়র টুটুল চৌধুরীসহ ৫৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ জনের নামে একটি হত্যা মামলা করেন স্ত্রী জিতু বেগম।

ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ১৯ জুলাই রংপুর সিটি করপোরেশনের সামনে পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সাজ্জাদ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। কিন্তু সে সময় আইন-শৃঙ্খলা বাহিনীর চাপে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে তার পরিবার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া