অস্ট্রেলিয়ায় চাইল্ড কেয়ার কর্মীর বিরুদ্ধে ৬০ শিশুকে ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় ২০ বছরের-ও বেশি সময় ধরে কয়েক ডজন শিশুকে ধর্ষণ ও যৌন নির্যাতনের জন্য একজন প্রাক্তন চাইল্ড কেয়ার কর্মীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি আদালত সোমবার (২ সেপ্টেম্বর) শুরু হয় শুনানি। আসামি ৪৬ বছর বয়সী অ্যাশলি পল গ্রিফিথ। গত ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যে ব্রিসবেন ও ইতালির চাইল্ড কেয়ার সেন্টারে মোট ৩০৭টি অপরাধ করার কথা স্বীকার করেছেন।
আদালত আসামি গ্রিফিথ স্বীকার করেন যে, তিনি যেসব শিশুকে ধর্ষণ ও যৌন নির্যাতন করেছেন, তাদের বেশিরভাগের বয়স-ই ১২ বছরের কম। আদালতে বিচারকের সহযোগী তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ পড়তে সময় নেন দুই ঘণ্টা।
এদিকে, পুলিশ এর আগে গ্রিফিথকে অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ ‘পেডোফাইল’-দের একজন বলে বর্ণনা করেছে। যে ব্যক্তি শিশুদের প্রতি আকর্ষণবোধ করেন, তাদের পেডোফাইল বলা হয়।