দেশে ফেরার অঙ্গীকার – পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ: শেখ হাসিনা
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার অঙ্গীকার করে বলেছেন, ‘আমি শিগগির ফিরবো, ইনশাআল্লাহ। তিনি বলেন, ‘পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ’। রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক বার্তায় এ কথা বলেন শেখ হাসিনা। খবর দ্য প্রিন্ট।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি, তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী আছেন, তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।’
এ সময় শেখ হাসিনা আবারও দাবি করেন তিনি শিক্ষার্থীদের রাজাকার বলেননি। তার বক্তব্য বিকৃত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমি তরুণ শিক্ষার্থীদের আবারও বলছি, আমি তোমাদের রাজাকার বলিনি। আমার কথা বিকৃত করা হয়েছে। একটি পক্ষ এখানে সুযোগ নিয়েছে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। এর মাধ্যমে তার দেড় দশকের বেশি সময়কার শাসনের অবসান ঘটে।