শিক্ষার্থী-জনতার ওপর দমন পীড়নের প্রতিবাদে রাস্তায় ক্রীড়া সাংবাদিকরা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর দমন-পীড়নের প্রতিবাদে রাস্তায় নেমেছেন ক্রীড়া সাংবাদিকরা। এ সময় তারা নৃশংসতায় জড়িতদের শাস্তি দাবি করেন। শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাঙ্গণে বিচার চেয়ে মানববন্ধন করেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করা ক্রীড়া সাংবাদিকরা।
আমরা ক্রীড়া সাংবাদিক’ ব্যানারে কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর যে নৃশংসতা হয়েছে, এর উপযুক্ত বিচার করতে হবে। একই সাথে বৈষম্যমুক্ত সমাজের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
এ ছাড়া দেশের যেসব ক্রীড়া ব্যক্তিত্বদের তরুণরা আদর্শ মনে করেন তাদেরও অন্যায়ের প্রতিবাদ করার আহবান জানান সংবাদকর্মীরা। অন্যথায় তাদের বর্জন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।