এফএ কাপে লুটন টাউনকে বড় ব্যবধানে হারালো ম্যানচেস্টার সিটি, হালান্ডের ৫ গোল
স্পোর্টস ডেস্ক: একচেটিয়া আক্রমণ চালালো ম্যানচেস্টার সিটি। দলটির তুখোর ফুটবলার আলিং হালান্ডও ছিলেন এদিন বেপরোয়া। তাকে সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে প্রতিপক্ষ লুটন টাউনকে। তারপরেও বিরাট ব্যবধান থেকে হার এড়াতে পারেনি। এফ এ কাপের পঞ্চম রাউন্ডে লুটন টাউন হেরে গেছে ৬-২ গোলে। ম্যানসিটির তারকা ফুটবলার হালান্ড একাই ৫ গোল। – গোল ডটকম
ঘরের মাঠে পাত্তাই পায়নি ‘পুঁচকে’ লুটন টাউন। খেলার ৩ মিনিটেই হালান্ডের গোলে ১-০ লিড পায় ম্যানচেস্টার সিটি। ১৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। খেলার ৪০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৪৫ মিনিটে জর্ডান ক্লার্ক দুরপাল্লার শটে দারুণ এক গোল করে ব্যবধান ৩-১ করেন।
দ্বিতীয়ার্ধে খেলার ৫২ মিনিটে সিটি ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান ক্লার্ক। এরপর আবার শুরু হয় নরওয়েজিয়ান ম্যাজিক। ৩ মিনিট পরেই নিজের ৪র্থ গোল করেন হালান্ড। ৫৫ মিনিটে ব্যবধান ৫-২ করেন এই তরুণ স্ট্রাইকার। ৭২ মিনিটে দলের ৬ষ্ঠ গোল করেন মাতেও কোভাচিচ।