বিপিএল প্লে-অফের টিকিটের দাম বাড়লো
নিজস্ব প্রতিবেদক: চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লে-অফের চার দল। আগামী ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটরের ম্যাচ দিয়ে মাঠে পুনরায় গড়াবে বিপিএল।
সেই ম্যাচের আগে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে প্লে-অফের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাউন্ড রবিন লিগে ইস্টার্ন স্ট্যান্ডের যে টিকিটের দাম ছিল ২০০ টাকা, প্লে-অফে সেটি করা হয়েছে ৩০০ টাকা। এছাড়াও নর্থ এবং সাউথ স্ট্যান্ডের ৪০০ টাকার টিকিটের দাম বেড়ে হয়েছে ৫০০ টাকা।
তবে ক্লাব হাউজের টিকিটের দাম ৮০০ টাকাই থাকছে। দাম অপরিবর্তিত আছে ভিআইপি স্ট্যান্ড এবং গ্র্যান্ড স্ট্যান্ডেরও। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২৫০০ টাকা আর ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বুথ ছাড়াও টিকিট পাওয়া যাবে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। টিকিট বিক্রি চলবে ম্যাচের দিন ও তার আগের দিন। শনিবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। যা পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া টিকিট কেনা যাবে অনলাইনেও।