বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী সবকিছু ছেড়ে এখন সন্ন্যাসিনী
বিনােদন ডেস্ক: অনেকেই মনে করতেন ভবিষ্যতে তিনি হবেন বলিউডের একজন বড় অভিনেত্রী। তাকে তুলনা করা হতো সুস্মিতা সেন ও ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। ১৯৯৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া অংশ নিয়েছিলেন তিনি। এই অভিনেত্রী নাম বরখা মদন।
১৯৭৪ সালে পাঞ্জাবে জন্ম নেয়া বরখা অভিনয় করেছেন হিন্দি ও পাঞ্জাবি সিনেমায়। প্রযোজনা করেছেন বেশ কয়েকটি সিনেমাও। কিন্তু সবকিছু ছেড়ে এখন বনে গেছেন সন্ন্যাসি।
শুরুটা হয়েছিল বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। এসব প্রতিযোগিতায় অংশ নেয়ার পরেই নজর কাড়েন প্রযোজকদের। ১৯৯৬ সালে অক্ষয় কুমারের সঙ্গে হিন্দি সিনেমা ‘খিলাড়িও কা খিলাড়ি’ দিয়ে অভিষেক হয়। সিনেমায় বরখার অভিনয় প্রশংসিত হয় এবং আবেদনময়ী লুকের জন্য আলোচনায় আসেন।
পরে বরখাকে দেখা যায় ভারত-নেদারল্যান্ডসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ড্রাইভিং মিস পালমেন’-এ। ২০০৩ সালে রাম গোপাল ভার্মার ‘ভূত’ দিয়ে তার ক্যারিয়ার নতুন গতি পায়। কারণ, ছবিটি মুক্তির পরই বেশ সাড়া ফেলে। ছবিটিতে ভূতের চরিত্রে দেখা যায় বরখাকে।
পরে বরখা নিজের প্রযোজনা সংস্থা খোলেন। মূলত মূল ধারার বাণিজ্যিক সিনেমার বাইরে স্বাধীন ধারার নির্মাতাদের পাশে থাকতেই নিজে প্রযোজনা শুরু করেন বরখা। তার প্রযোজিত ‘সোচ লো’ ও ‘সারখাব’ প্রশংসিত হয়। সিনেমা ছাড়া টিভি সিরিয়ালেও দেখা গেছে বরখাকে। ক্যারিয়ারে ২০টির মতো টিভি সিরিয়াল করেছেন তিনি।
২০১২ সালে নিজের প্রযোজিত ‘সারখাব’ সিনেমায় সর্বশেষ দেখা যায় বরখাকে। এ সময়েই তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন, দালাই লামার একনিষ্ঠ ভক্ত বনে যান। এরপরই অভিনয় ছেড়ে বৌদ্ধ সন্ন্যাসিনীর জীবন যাপন করছেন বরখা মদন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিতই তার ‘নতুন জীবন’-এর ছবি ও ভিডিও পোস্ট করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া