হলিউড স্বাস্থ্যকর জায়গা নয়: অ্যাঞ্জেলিনা জোলি
বিনােদন ডেস্ক: অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার ব্যক্তি জীবনও নিয়মিত উঠে আসে সংবাদের পাতায়। সর্বশেষ অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে সংসার ভাঙার পর অনেক কিছুই বদলে গেছে তার।
সম্প্রতি নিজের বিচ্ছেদ ও হলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছেন মার্কিন এই অভিনেত্রী। জোলি বলেন, বিচ্ছেদের পর আমার সঙ্গে যা ঘটেছিল, তা শুধু আমিই জানি। সে সময় আমি মানসিক ভাবে অনেকটাই ভেঙ্গে পরি। যার কারণে আমার জন্মস্থান লস অ্যাঞ্জেলেস ছেড়ে আমি কম্বোডিয়াতে চলে যাই। এখানে আমার বন্ধুরা বিচ্ছেদ নিয়ে সবসময়ই প্রশ্ন করতো। যার কারণে মানসিক অশান্তি মনে হতো আমার। হলিউডের অনেক বন্ধুই আমাকে বিষয়টি নিয়ে খোঁচা দিত। আমি এড়িয়ে যেতাম। কারণ বিশ্বের মধ্যে হলিউড স্বাস্থ্যকর জায়গা নয়, আমি আগেই জানতাম। এর আগেও আমি এই ইন্ডাস্ট্রির মানুষের কাছ থেকে এমন ব্যবহার পেয়েছি। বিষয়টির সঙ্গে আমি অভ্যস্ত।’ সূত্র: নিউ ইয়র্ক টাইমস
ব্রাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর থেকে অ্যাঞ্জেলিনা নতুন করে কারো সঙ্গে সম্পর্কে জড়াননি। তার সন্তানেরাই তার বন্ধু। এ বিষয়ে জোলি বলেন, ‘তারাই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ, তারাই আমার ঘনিষ্ঠ বন্ধু, তারাই আমার শক্তি। আমরা সাতজন একবারেই আলাদা মানুষ। সূত্র: হলিউড রিপোর্টার
অ্যাঞ্জেলিনা জোলির ৬ সন্তান। এর মধ্যে ৩ জন দত্তক নিয়েছেন তিনি। তারা হলেন ম্যাডক্স, প্যাক্স, জাহারা। ম্যাডক্সকে কম্বোডিয়ার অনাথ আশ্রম থেকে দত্তক নেন তিনি। আর জোলি-পিট দম্পতির বায়োলজিক্যাল ৩ সন্তান হলো শিলোহ, নক্স ও ভিভিয়েন।