বড় জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু বার্সেলোনার
স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা একপেশে খেললো। দুর্দান্ত আক্রমণে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে শুভসূচনা করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচেই তারা বড় ব্যবধানে হারিয়েছে বেলজিয়ান ক্লাব আন্তওয়ের্প এফসিকে। কাতালানদের জয় ৫-০ গোলে। গোল ডটকম
নিজ দেশের মাঠ অলিম্পিক লুইজ স্টেডিয়ামে আন্তওয়ের্পের মুখোমুখি হয় বার্সা। সফরকারীদের বিপক্ষে ১১ মিনিটেই কাতালানদের লিড এনে দেন সদ্য বার্সায় যোগ দেয়া পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। তার গোলে অ্যাসিস্ট করেন জার্মান ফুটবলার ইলকায় গুন্দোগান। ৮ মিনিটের মাথায় আবার গোল পায় তারা, এবার ফেলিক্সের অ্যাসিস্ট থেকে গোল করেন স্ট্রাইকার রবার্ট লেওয়ান্দোভস্কি।
তিন মিনিট যেতে না যেতে আন্তওয়ের্পের জালে আবার গোল, এবার অবশ্য নিজেদের ভুলেই গোল হজম করে তারা। জেলে বাটাইলে ভুলে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশ ক্লাবটি।
বিরতি থেকে ফেরার ৯ মিনিটের মাথায় ব্যবধান ৪-০ করেন স্প্যানিশ ফুটবলার গাভি। তাকে গোলে সহায়তা করেন লেওয়ান্দোভস্কি। ফেলিক্স জোড়া গোল পূর্ণ করেন ম্যাচের ৬৬ মিনিটে। এবার অ্যাসিস্ট করেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। শেষ পর্যন্ত ৫-০ গোলে জয় নিশ্চিত হয় তাদের।