২৩৩ কোটি টাকা পাওনা আদায়ে জুভেন্টাসের বিরুদ্ধে মামলা করবেন রোনালদো
স্পোর্টস ডেস্ক: পর্তুগাল সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস ছাড়ার দুই বছর পর সাবেক ক্লাবের বিরুদ্ধে মামলা করছেন। কোভিড মহামারির সময়ে স্থগিত বেতন পরিশোধ না করায় সাবেক ক্লাবের বিপক্ষে আদালতে যাবেন ৩৮ বছর বয়সী ফুটবলার। ইতালির ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম লা গাজেত্তা বলছে, পাওনা টাকার পরিমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৩ কোটি টাকা।
ইউরোপের পাট চুকিয়ে গত জানুয়ারিতেই সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন সিআর সেভেন। সাবেক ক্লাব জুভেন্টাস ছেড়েছেন দুই বছর আগে। তবে পাওনা ২ কোটি ইউরো এখনও বুঝে পাননি। যে কারণে আদালতের দ্বারস্থ হচ্ছেন রোনালদো।
ইতালিয়ান গণমাধ্যম গাজেত্তার রিপোর্ট অনুযায়ী করোনাকালীন সময়ে খরচ কমানোর জন্য দলের ফুটবলারদের বেতন বাকি রাখে য়্যুভেন্টাস। দলের স্বার্থে ছাড় দেন রোনালদো। যা প্রায় ১৯.৯ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি হিসাবে প্রায় ২৩৩ কোটি টাকার সমান। জুভেন্টাস প্রতিশ্রুতি দিয়েছিল, অবস্থা ঠিক হলেই বকেয়া বেতন পরিশোধ করে দেবে।
কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও নিজের বকেয়া পাননি রোনালদো। যদিও ইতোমধ্যে ক্লাবটির সঙ্গে সমঝোতা করে নিজের পাওনার প্রায় ৩ মিলিয়ন ইউরো আদায় করে নিয়েছেন পাওলো দিবালা। কিন্তু পর্তুগিজ তারকাকে কোনো অর্থ পরিশোধ না করায় তিনি হাঁটছেন আইনি পথে।
প্রসঙ্গত, সর্বশেষ মৌসুমে দল বদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় ১০ পয়েন্ট কাটা গেছে জুভেন্টাসের। এতে সিরি আ’র পয়েন্ট তালিকায় ৭ নম্বরে শেষ করায় উয়েফার কোনো প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়নি তারা। সঙ্গে আর্থিক ফেয়ার প্লে নীতি ভঙ্গ করায় এক বছরের জন্য ইউরোপীয় প্রতিযোগিতায় জুভেন্টাসকে নিষিদ্ধ করেছে উয়েফা।