adv
২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মাকে দাফনের পর বাবার মৃত্যুর খবর জানতে পারেন মেয়েরা

বিনােদন ডেস্ক: আগের দিনই প্রিয় সহধর্মিণী প্রিয়া রহমানের মৃত্যু হয়। এদিকে নিজের শরীরও খুব একটা ভালো যাচ্ছিল না। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্ত্রীর মৃত্যু হলে তাকে রাতে টাঙ্গাইলে দাফন করে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকায় ফিরে আসেন বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান। মেয়েরা মায়ের শেষ আশ্রয়স্থল টাঙ্গাইলে থেকে যান। কিন্তু বুধবার সন্ধ্যার দিকেই বাবার মৃত্যুর খবর জানতে পারেন মেয়েরা।

মায়ের মৃত্যুর পর তাকে দাফনের পর বাবাকে দাফনের জন্য ছুটে আসা যেন তাদের কাছে মাথায় আকাশ ভেঙে পড়ার থেকেও বেশি কিছু। হঠাৎ বাবার মৃত্যুর খবরে ঢাকার উদ্দেশে রওনা হন মেয়েরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত্যু হয় সোহানুর রহমান সোহানুরের। ১৯৫৯ সালের ১৫ অক্টোবর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ীতে জন্ম এ পরিচালকের। মৃত্যুকালে ৬৪ বছর বয়স হয়েছিল তার। এ পরিচালকের মৃত্যুর আগের দিনই তার স্ত্রীর মৃত্যু হয়। সন্তানরা একসঙ্গে মা-বাবাকে হারিয়ে শোকে বিহ্বল।

জানা গেছে, বুধবার বিকেলে রাজধানীর উত্তরার বাসায় ঘুমিয়ে ছিলেন সোহানুর রহমান সোহান। গৃহকর্মী অনেক ডাকাডাকির পরও সাড়া পাননি তার। পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান—হাসপাতালে নেয়ার আগে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তার। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন। তবে বুধবার সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা।

এ পরিচালক মৃত্যুর সময় তিন মেয়ে রেখে গেছেন। অর্ধাঙ্গিনীর মৃত্যুতে শোকে কাতর ছিলেন তিনি। মৃত্যুর আগে স্ত্রীর কবরের পাশেই নিজেকে সমাহিত করার ইচ্ছা পোষণ করে গেছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার এ নির্মাতা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া