adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মারা গেলেন ২৫০টির বেশি সিনেমার অভিনেত্রী সুলোচনা লাতকর

বিনােদন ডেস্ক: মারা গেলেন পদ্মশ্রী সম্মান ভূষিত বলিউড অভিনেত্রী সুলোচনা লাতকর। ২৫০ টির বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ৫০টির বেশি মারাঠি সিনেমা তার রয়েছে ঝুলিতে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, পরিাবর সূত্রের খবর- বার্ধক্য জনিত কারণে ৯৪ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে রোববার মৃত্যু হয় তার।

১৯২৮ সালে জন্ম সুলোচনার। মাত্র ১৪ বছর বয়সেই বিয়ে হয়ে যায় তার। চল্লিশের দশকে মারাঠি সিনেমার নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন তিনি। তবে বলিউডের দর্শকরা তাকে চেনেন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, দেব আনন্দ, দিলীপ কুমারদের মতো সুপারস্টারের অনস্ক্রিন মা হিসেবে।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সুনীল দত্ত, রাজেশ খান্না এবং দেব আনন্দের মায়ের চরিত্রে অভিনয় করতে তিনি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ্য ছিলেন। তবে অমিতাভের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘মজবুর’, ‘রেশমা ও শেরা’র মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।

অভিনেত্রীর দেহ অন্তিম দর্শনের জন্য প্রভাদেবী রেসিডেন্সে রাখা থাকবে। সোমবার শিবাজি পার্ক ক্রিমেটোরিয়ামে হবে শেষকৃত্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া