adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এফএ কাপের ফাইনালে ম্যানইউকে হারিয়ে ট্রেবল জয়ের পথে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতে এই মৌসুমে ট্রেবল জয়ের পথে এগিয়ে গেলো ম্যানসিটি। এফএ কাপের আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে গার্দিওলার শিষ্যরা। – গোল ডটকম

অন্যদিকে, এফএ কাপের ফাইনালে হেরে রেকর্ড গড়েছে ম্যানইউ। এই শিরোপার লড়াইয়ে ম্যানসিটির বিপক্ষে হারসহ নয়বার শিরোপা বঞ্চিত হয়েছে ম্যানইউ। এফএ কাপের ইতিহাসে এতো বেশি ফাইনাল হারের রেকর্ড নেই কোনো দলের। এর মধ্যে শেষ পাঁচবার এফএ কাপের ফাইনালে উঠে ম্যানইউ হেরেছে চতুর্থবারের মতো।

অন্যদিকে, এই ম্যাচে ম্যানসিটি রেকর্ড গড়েছে। ফাইনালে ম্যাচে শুরুর ১২ সেকেন্ডে গোল করেন ম্যানসিটির ইলকে গুন্ডোগান। এফএ কাপ ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল এটি। সবচেয়ে (৩২ বছর ২২২ দিন) বেশি বয়সে এফএ কাপ ফাইনালে গোলও করেছেন তিনি। আর্সেন ওয়েঙ্গার ও অ্যালেক্স ফার্গুসনের পর গার্দিওলা অন্তত দুইবার ডাবল জয়ের কীর্তি গড়েছেন।
এছাড়া, চতুর্থবারের মতো এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫০ বা তার বেশি গোল করার কীর্তি অর্জন করেছে ম্যানসিটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া