adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কীভাবে একই জায়গায় ৩ ট্রেন লাইনচ্যুত-ত্রিমুখী সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: আপ লাইনের ‘সালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস` লাইনচ্যুত হয়ে ডাউনলাইনে ‘বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের` লাইনচ্যুত কোচগুলোতে আঘাত করে। পাঁচ মিনিটের ব্যবধানে দুটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এরপর এই দুটি আন্তঃনগর ট্রেনের লাইনচ্যুত একাধিক বগির সঙ্গে সংঘর্ষ হয় একটি মালবাহী ট্রেনের।

ভয়াবহ এই দুর্ঘটনার এতো বেশি প্রাণহানির কারণ ব্যাখ্যা করতে গিয়ে শনিবার এ তথ্য দিয়েছে উড়িষ্যার প্রাদেশিক সরকার। খবর হিন্দুস্তান টাইমস।

কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ প্রতিবেদনে দুটি ট্রেনের সংঘর্ষ ও লাইনচ্যুতের কথা বলা হলেও সত্যিকার অর্থে সেখানে তিনটি ট্রেনের সংঘর্ষ হয়েছে।

বালেশ্বর জেলার বাহেঙ্গা বাজারের কাছে এই তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। কলকাতা থেকে এর দূরত্ব ২৫০ কিলোমিটার দক্ষিণে ও ভূবেনশ্বর থেকে ১৭০ কিলোমিটার উত্তরে।

শুক্রবার রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসসহ তিনটি ট্রেন জড়িত। দুর্ঘটনায় শনিবার সকাল পর্যন্ত কমপক্ষে ২৮০ জন নিহত এবং প্রায় ৯ `শ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, উড়িষ্যার প্রাদেশিক সরকার শনিবার সব কার্যাবলী বাতিল করে শোক পালনের আদেশ দেয়।

শনিবার দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করতে সফরে আসতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া