adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতেও পাকিস্তানের কাছে হারল যুবারা

স্পাের্টস ডেস্ক: টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে পাক যুবারা।

এর আগে, সফরকারীদের বিপক্ষে চার দিনের একমাত্র টেস্ট ১০ উইকেটে এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে টাইগার যুবারা।

বুধবার (১৭ মে) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার জিশান আলমের ২৩ বলের ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় লাল-সবুজের যুবারা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বলে বাকি থাকতেই ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় পাক যুবারা।

ওপেনিংয়ে নেমে ঝোড়ো শুরু করেন ওপেনার জিশান আলম। ২৩ বলে অর্ধশতক তুলে নিয়ে মঈনুল ইসলামের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৯ ওভারে ৭২ রান যোগ করেন তিনি। দশম ওভারের প্রথম বলে আউট হয়ে ফেরার আগে ২৬ বলে ৫ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ৫২ রান করেন জিশান।

এ ওপেনার ফেরার পর লাল-সবুজের রানের চাকা সচল রাখেন মিডল-অর্ডার ব্যাটাররা। তন্ময় ৩৩ বলে ২১, অধিনায়ক আহরার আমিন ১০ বলে ২০ ও আরিফুল ইসলাম ২৫ বলে ৩০ রান করেন।

শেষদিকে মাহফুজুর রহমান রাব্বির ১৩ বলে ১১ এবং আশিকুর রহমান শিবলির ১২ বলে অপরাজিত ১৮ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের লড়াকু পুঁজি পায় টাইগার যুবারা।

পাকিস্তানের হয়ে আহমেদ হুসাইন দুটি উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় দ্য গ্রিন ম্যানদের যুবারা। পেসার ইকবাল হোসেন ইমনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার শাহজাইব খান।

এরপর মিডল-অর্ডার ব্যাটারদের নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার শামিল। অধিনায়ক সাদ বেগ ২৪ ও তায়েব আরিফ ১৬ রান করে ফিরলে চতুর্থ উইকেটে আরাফাতকে নিয়ে দলের জয়ের পথ সহজ করেন এ ওপেনার।

হাফ-সেঞ্চুরি তুলে নিয়ে ইনিংসের ১৯তম ওভারে শামিল ফিরলেও ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তানের যুবারা। এর মধ্য দিয়ে তিন ফরম্যাটেই সিরিজ জিতে বাংলাদেশ সফর শেষ করল পাকিস্তান যুবারা।

বাংলাদেশের হয়ে ২৩ রান খরচায় ৩ উইকেট নেন ইমন। রোহানাত দৌল্লা বর্ষণের শিকার দুই উইকেট।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া