adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারো স্প্যানিশ লা লিগার শিরোপা জিতলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লিগ শিরোপা জয়ের সমূহ সম্ভাবনা নিয়েই মাঠে নেমেছিলো বার্সেলোনা। সম্ভাবনাকে বাস্তবরূপ নিয়েই মাঠ ছাড়লো কাতালানরা। এস্পনিওলকে গুড়িয়ে দিয়ে তিন মওসুম পর শিরোপা ঘরে তুলেছে বার্সা। – গোল ডটকম

ছন্নছাড়া এস্পানিওলের ওপর একচেটিয়া আধিপত্য ধরে রেখে মেতে উঠল গোল উৎসবে। কোচ শাভি এর্নান্দেসের হাত ধরে নতুন যুগের ঘোষণা দেওয়া দলটি চার ম্যাচ হাতে রেখে পুনরুদ্ধার করল লা লিগা শিরোপা। এস্পানিওলের মাঠে রোববার রাতে রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। তাদের অন্য দুই গোলদাতা আলেহান্দ্রো বালদে ও জুল কুন্দে। ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৮৫। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

১৯৪৮-৪৯ মৌসুমে আসরের শেষ দিনে এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা। সেই দলকে হারিয়ে এবার ২৭তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হলো তারা।
আগের ২৬ শিরোপার ১০টিই বার্সেলোনা জিতেছে একবিংশ শতাব্দীতে ক্লাবের ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসির উপস্থিতিতে। সেই হিসেবে ১৯৯৯ সালের পর এই প্রথম দলটি মেসিকে ছাড়া লিগ শিরোপার স্বাদ পেল। – মার্কা

উৎসবের রাতে সফরকারীদের উদযাপন শুরু হতে পারতো ষষ্ঠ মিনিটেই। ডি-বক্সে জুল কুন্দের কাটব্যাকে বল ফাঁকায় পেয়ে কোনাকুনি শট নেন পেদ্রি, কিন্তু বল চলে যায় বাইরে। এটা গোল হয়নি, ডাগআউটে কোচ শাভি এর্নান্দেসের যেন বিশ্বাসই হচ্ছিল না!

ওই হতাশা অবশ্য বেশিক্ষণ থাকেনি। পাঁচ মিনিট পরই দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। বাঁ দিক থেকে বালদের পাস ছয় গজ বক্সে পেয়ে নিখুঁত ছোয়া দিলেন পোলিশ তারকা, গোলরক্ষক ছিলেন অন্যদিকে ঝুঁকে, বিনা বাধায় এক ড্রপে বল খুঁজে পেল ঠিকানা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া