adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভিন্ন মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে লাহোর থেকে পুলিশ আসছে, দাবি আইনজীবীর

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনজীবী বাবর আওয়ান দাবি করেছেন, ইমরান খানকে ‘নতুন মামলায়’ গ্রেফতারের ষড়যন্ত্র চলছে। ইমরানকে গ্রেফতার করতে ইসলামাবাদে রওনা হয়েছে লাহোরের পুলিশ।

আইনজীবী বাবর আওয়ান বলেন, বর্তমান প্রশাসনে দুই থেকে তিনজন লোক রয়েছে যারা উদ্বিগ্ন। ইমরান খানকে মুক্তি দিলে তাদের কর্মকাণ্ড (জব) বিপদে পড়বে। তিনি অভিযোগ করেন, এই কারণেই পাঞ্জাব পুলিশকে রাজধানীতে ডাকা হয়েছে।

আওয়ান ইমরানের জীবনের প্রতি হুমকির কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বক্তব্যের উদাহরণ দেন। বৃহস্পতিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, ইমরান খানকে আবার গ্রেফতার করা হবে।

তবে ইমরান খানকে ভিন্ন মামলায় গ্রেফতার করা হলে সেটা অসাংবিধানিক হবে বলে মন্তব্য করেছেন আইনজীবী বাবর আওয়ান।

এদিকে ইসলামাবাদ হাইকোর্টে শুক্রবার দুপুরে আল-কাদির ট্রাস্ট মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জামিনের আবেদনের শুনানি শুরু হয়েছে। ডনের খবরে বলা হয়েছে, জুমার নামাজের কারণে শুরু হওয়ার পরপরই শুনানি স্থগিত করা হয়েছে। সূত্র: ডন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া