adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ওয়ানডে ম্যাচে মঙ্গলবার আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: গত মাসে বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিলো আয়ারল্যান্ড ক্রিকেট দল। ঘরের মাটিতে আইরিশদের বিধ্বস্ত করে তিন ফরমেটেই সিরিজ জিতেছিলো টাইগাররা। ফিরতি সিরিজ খেলতে ইংল্যান্ডের মাটিতে পা রেখেছে সাকিব-তামিমরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩-৪৫ মিনিটে ইংল্যান্ডের চেমসফোর্ডে আইরিশদের মোকাবিলা করবে টাইগাররা।

চলতি বছর ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে দল ছন্দে থাকলেও ইংল্যান্ডের কন্ডিশন ভাবাচ্ছে টাইগারদের। যেখানে সবশেষ চার বছর আগে একদিনের ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ১মে ইংল্যান্ডে গেলেও বাধা হয়েছে বৃষ্টি। এই সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে গত শুক্রবার বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি বাংলাদেশ। ফলে মাঠে সেভাবে প্রস্তুতি নিতে পারেননি সাকিব-তামিমরা। তবে ইংল্যান্ডের কন্ডিশনকে মাথায় রেখে সিলেটে অনুশীল ক্যাম্প করেছিলো টাইগাররা।

টাইগারদের প্রিয় ফরমেটে এখনো পর্যন্ত ১৩ বার মুখোমখি হয়েছে আইরিশরা। সবশেষ গত মাসে ২-০তে সিরিজ জিতেছিলো বাংলাদেশ। এতে ৯ জয়ে নিয়ে পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, বিপরীতে ২ ম্যাচে জয় পেয়েছে আয়ারল্যান্ড। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে শক্তিতে এগিয়ে থাকলেও আইরিশদের ছোট করে ভাবতে রাজি নয় টাইগার হেড কোচ হাথুরুসিংহে। ক্রিকেটারদের মাঠে আগ্রাসী সব সময় আগ্রাসী থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে ম্যাচে বৃষ্টির আশঙ্কা থাকলেও জয়ের লক্ষ্য নিয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চান টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন,আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে পারিনি আমরা। আসার পর এক দিন অনুশীলন করতে পেরেছি। তবে জয়ের আত্মবিশ^াস নিয়ে মাঠে নামে দল।

এদিকে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও এখনো বিশ^কাপে মূলপর্ব নিশ্চিত করতে পারেনি আয়ারল্যান্ড। তবে এই সিরিজে ৩-০ তে জিতলে সেই সুযোগ পাবে অ্যান্ডি বালবার্নির দল। তাই নিজেদের কন্ডিশনকে কাজে লাগিয়ে বিশ^কাপের মূলপর্ব নিশ্চিত করতে চাই আইরিশরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া