adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্চে বাংলাদেশ ফুটবল দল তিনজাতি টুর্নামেন্ট খেলবে

স্পোর্টস ডেস্ক: আগামী মার্চে ফিফা উইন্ডোতে এই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। সিলেটের টুর্নামেন্টে সঙ্গী হবে সী শেলস ও ব্রুনাই। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ৩ মার্চ জাতীয় দলের অনুশীলন শুরু হলেও কোথায় হবে তা চূড়ান্ত নয়। কেননা সিলেট স্টেডিয়ামে এখন চলছে হকি টুর্মানেন্ট।

সুপার কাপের অনিশ্চয়তা, নারীদের প্রীতি ম্যাচ বাতিল তার মাঝেও অবশেষে সুসংবাদ। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার চাওয়া পূর্ণ হচ্ছে। মার্চের ফিফা উইন্ডোতে দুই ম্যাচ খেলতে যাচ্ছে লাল সবুজের দল। – চ্যানেল২৪
আন্তর্জাতিক ফুটবলে জামাল জিকোদের ফেরার অপেক্ষা শেষ হচ্ছে পাঁচ মাস পর, সেটাও ভিন্ন ফরম্যাটে। সিলেটে হবে তিন জাতি টুর্নামেন্টে। রাজি ব্রুনাই ও সীশেলস। ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, আমরা ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজন করছি। যেখানে আমাদর সঙ্গে ব্রুনাইয়ের আল সালাম ও সীশেলস আমাদের সঙ্গে এসে খেলবে। তিনটি ম্যাচ হবে পয়েন্ট ভিত্তিক।

দুটি করে ম্যাচ খেলবে সবাই। থাকবে না কোনো ফাইনাল। এক ম্যাচ থেকে আরেক ম্যাচের মাঝে দু’দিনের বিরতি। সবই প্রায় চূড়ান্ত। অপেক্ষা ফিফা টায়ার ওয়ান ম্যাচের স্বীকৃতি পাবার। তবে সিলেট জেলা স্টেডিয়ামে চলছে স্থানীয় হকি টুর্নামেন্ট। তাতে মাঠকর্মী সিলেটে পাঠিয়েও কাজ শুরু করতে পারেনি বাফুফে।
ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, আমরা ইতোমধ্যে সেখানে গ্রাউন্ডসম্যানদের পাঠিয়েছি। কিন্তু এই মুহূর্তে সেখানে অন্য একটি ইভেন্টের খেলা চলমান। সেটা আগামী ১৯ বা ২০ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া