adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও এক মাইলফলক, হলিউডে দ্য অ্যাভেঞ্জার্সকেও ছাড়িয়ে গেলো অ্যাভাটার ২

বিনোদন ডেস্ক: ‘দ্য অ্যাভেঞ্জার্স’-কে সরিয়ে যুক্তরাষ্ট্রের বক্স অফিসে আরও এক মাইলফলক অর্জন করলো ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী সিনেমার তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে জেমস ক্যামেরনের সিনেমাটি।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ৬২৩.৫ মিলিয়ন ডলার আয় করেছে অ্যাভাটারের সিক্যুয়েল। দশম স্থানে থাকা ‘দ্য অ্যাভেঞ্জার্স’ আয় করেছিল ৬২৩.৪ মিলিয়ন ডলার। তালিকার অষ্টম ও নবম স্থানে আছে ‘জুরাসিক ওয়ার্ল্ড ও ‘টাইটানিক। সপ্তম স্থানে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’।

২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছিল সে সিনেমা। বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করে ছবিটি, যা সর্বকালের সর্বোচ্চ। সে বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’।

এদিকে ৩৫ কোটি ডলার বাজেটের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নির্মাণের জন্য এবারও সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এবারের অস্কারেও ৪টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে এই সিনেমা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া