adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের অভ্যন্তরে মিয়ানমার সেনাবাহিনীর দুটি বোমা ফেলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অভ্যন্তরে বোমা ফেলার অভিযোগ উঠল মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। জান্তাবিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মিজোরামের অভ্যন্তরে এই বোমা ফেলা হয়। এতে রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনও সংবাদ পাওয়া যায়নি।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় গত ১০ জানুয়ারি ভারত-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যে জান্তাবিরোধী সশস্ত্রগোষ্ঠী চিন ন্যাশনাল আর্মির (সিএনএ) সদর দফতর ক্যাম্প ভিক্টোরিয়া অঞ্চলে বিমান হামলা চালায় দেশটির বিমানবাহিনী। সদর দফতর লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ফেলা হয়। সেগুলোর মধ্যে অন্তত দুটি বোমা সীমান্তের পেরিয়ে ভারতের মিজোরাম রাজ্যের ফারকাওয়ান গ্রামেও পড়েছে। তবে এই বোমায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফারকাওয়ানের বাসিন্দারা।

এ প্রসঙ্গে ভারতের সেনাবাহিনী দাফতরিকভাবে কোনও বিবৃতি দেয়নি। তবে দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, “আমরা সীমান্ত এলাকার সম্প্রতিক অস্থিরতা সম্পর্কে অবগত এবং বর্তমানে গোটা পরিস্থিতি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছে।”

ফারকাওয়ান গ্রাম পরিষদের অন্যতম সদস্য রামা বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় দু’টি বোমা পড়ার পর গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদের আশঙ্কা ছিল— রাতে আরও বোমা হামলা হতে পারে।”

ইতিহাসে এই প্রথমবারের মতো ভারতের অভ্যন্তরে মিয়ানমার সেনাবাহিনীর হামলার ঘটনা ঘটল।

গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করা সামরিক বাহিনীর বিরুদ্ধে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। গত বছর গঠিত পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামের একটি ব্যানারের আওতায় তৎপরতা চালাচ্ছে তারা। চিন ন্যাশনাল আর্মিও পিডিএফের অন্যতম সদস্যসংগঠন। সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ডিপ্লোম্যাট, দ্য গার্ডিয়ান

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া