বাঙ্গালীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, পরেশকে থানায় তলব
বিনোদন ডেস্ক: বিজেপি নেতা ও বলিউড অভিনেতা পরেশ রাওয়ালকে তলব করেছে কলকাতা পুলিশ। আগামী ১২ ডিসেম্বর তাকে তালতলা থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সঙ্গে পশ্চিম ভারতীয় বাঙালিদের তুলনা করে গুজরাট নির্বাচনের প্রচার পর্বে বিজেপির এক জনসভায় বিতর্কিত মন্তব্য করেন পরেশ। তারপর থেকেই রীতিমতো জনরোষের মুখে পড়তে হয় তাকে। চাপে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন পরেশ।
কিন্তু, তাতে কোনো লাভ হয়নি। পরেশ রাওয়ালের বিরুদ্ধে ‘দাঙ্গায় উস্কানি’ এবং সারা দেশে বাঙালি সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নষ্ট করার অভিযোগ দায়ের করেছিলেন সিপিআই -এর পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহম্মদ সেলিম। সে অভিযোগের ভিত্তিতেই পরেশকে ডেকে পাঠাল কলকাতা পুলিশ।