adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাবে যেতে রাজি

স্পোর্টস ডেস্ক: অবশেষে সৌদি আরবের ক্লাব আল-নাসরে নাম লেখাতে যাচ্ছেন বর্তমানে ক্লাবহীন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ দৈনিক মার্কার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এরই মধ্যে সৌদির ক্লাবে যেতে সম্মতি জানিয়েছেন রোনালদো। তবে দ্য সান বলছে ভিন্ন কথা। তারা জানিয়েছে, এখনও চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবের খোঁজে আছেন রোনালদো।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সব শেষ হয়ে গিয়েছিল আগেই। নতুন ক্লাবে যোগ দিতে আর কোনো বাধা নেই রোনালদোর। বিশ্বকাপের পর তাকে দলে পেতে প্রায় ১৭৩ মিলিয়ন ডলার প্রস্তাব দিয়ে রেখেছিল সৌদি আরবের ক্লাব আল-নাসর। যে অঙ্কটা আল-নাসর তো বটেই সৌদি আরবের যে কোনো ক্লাবে সর্বোচ্চ পারিশ্রমিক। এমন প্রস্তাব লুফে নিতে যাচ্ছেন রোনালদো। এমনটাই দাবি মার্কাসহ গণমাধ্যমগুলোর।

জানা যাচ্ছে, আড়াই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাবটিতে নাম লেখাতে যাচ্ছেন সিআরসেভেন। যেখানে বার্ষিক বেতন পাবেন ১৭৩ মিলিয়ন ডলার। এমনটা হলে চল্লিশ বছর পর্যন্ত সেখানেই থাকার কথা রোনালদোর।
এর আগে বেশ কয়েকবার সৌদির ক্লাবগুলোর তরফে প্রস্তাব দেয়া হলেও প্রত্যাখ্যান করেছিলেন রোনালদো। শুরু থেকেই চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের কোনো ক্লাবে যেতে। যদিও চেলসি বা অন্য বড় ক্লাবগুলো তাকে নিয়ে আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যেই পাড়ি জমাচ্ছেন রোনালদো।

গত ২২ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি ঘটান রোনালদো। ৬৭ শব্দবন্ধে ইউনাইটেড কর্তৃপক্ষ রোনালদোর দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করে সেদিন। ক্লাবের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনায় প্রথমে ক্লাব মামলা করার হুমকি দিলেও পরে দুই পক্ষের যৌথ সম্মতিতেই ক্লাব ছাড়েন সিআরসেভেন।

ইউনাইটেড তাদের বিবৃতিতে জানায়, দুই মেয়াদে ওল্ড ট্রাফোর্ডে অনন্য অবদান রাখায় রোনালদোকে অনেক ধন্যবাদ। আমাদের হয়ে সে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছে। তার পরিবার ও তাকে আমরা ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যেকেই ফোকাস। কোচ এরিক টেন হ্যাগের অধীনে ভালো করার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করছে।
কোনো দলের সঙ্গে চুক্তি না থাকায় এখন ফ্রি এজেন্ট হিসেবে যে কোনো ক্লাবে যোগ দিতে পারবেন রোনালদো। এর আগে গুঞ্জন ছিল, রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের শেষ সময়টা কাটাতে চান ৩৭ বছর বয়সী এ পর্তুগিজ তারকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া