adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপ ডেনমার্ককে রুখে দিল তিউনিশিয়া

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের মঞ্চে মঙ্গলবার ছিলো যেন গোল বাতিলের মহোৎসব। আর্জেন্টিনা আর সৌদি আরবের মধ্যকার দিনের প্রথম ম্যাচে মেসিদের তিনটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল। দ্বিতীয় ম্যাচেও ডেনমার্ক ও তিউনিশিয়ার দুটি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো উভয় দলকে।

ম্যাচটি তিউনিশিয়ার জন্য এক পয়েন্ট প্রাপ্তির হলেও ডেনমার্কের জন্য ছিল পয়েন্ট হারানোর হতাশার। চলতি আসরে এই প্রথম কোনো ম্যাচে গোল হলো না। দুই দলের গোলকিপারই ছিলেন দুর্দান্ত। তবু ২৪তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তিউনিশিয়া। নিজেদের অর্ধ থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে বল ডেনমার্কের জালে পাঠান ইসাম জেবালি। কিন্তু লাইন্সম্যান অফসাইডের সংকেত দিলে গোলটি বাতিল হয়। ৩৪তম মিনিটে দূর থেকে পিয়া-এমিল হয়বিয়ার শট ঠেকান তিউনিসিয়ার গোলরক্ষক আয়মান দাহমান। ৪৩তম মিনিটে গোলকিপারের সৌজন্যেই বেঁচে যায় ডেনমার্ক।

বিরতির পর ৫৬তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ডেনমার্ক। বক্সের ভেতর থেকে মিকেল ডামসগার্ডের শট তিউনিসিয়ার গোলরক্ষক ফিরিয়ে দিয়েছিলেন। এরপর বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠিয়ে দেন আন্দ্রেয়াস স্কোউ ওলসেন। কিন্তু সেই গোলও বাতিল হয় অফসাইডের কারণে। ৬৯তম মিনিটে ডি-বক্সের সামনে থেকে ক্রিস্তিয়ান এরিকসেনের জোরাল শট এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিউনিসিয়ার দাহমান। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া